জুমবাংলা ডেস্ক : দুই সপ্তাহের টানা দরপতনের পর বিশ্ববাজারে সোনার বাজারে আজ শনিবার হালকা ঊর্ধ্বগতি দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে গতকাল শুক্রবার পর্যন্ত সোনার মূল্য ২ দশমিক ৬ শতাংশের বেশি হ্রাস পেয়েছিল। শুধু গতকাল একদিনেই কমেছে ০.৪ শতাংশ।
বিশ্ববাজারে সোনার দরপতন চললেও আজ কিছুটা ঘুরে দাঁড়িয়েছে এই মূল্যবান ধাতুটি। বাজার বিশ্লেষকরা মনে করছেন, “বার্গেইন হান্টিং” বা কম দামে সোনা কেনার প্রবণতা বেড়ে যাওয়ায় আজকের দিনে দাম সামান্য বাড়তে শুরু করেছে। এটি টানা দ্বিতীয় সপ্তাহ, যেখানে সোনার দর হ্রাস পেয়েছে।
শুক্রবার স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম কমে দাঁড়ায় ৩,২২৮ দশমিক ৫০ মার্কিন ডলার। অথচ মাত্র কিছুদিন আগে, ২২ এপ্রিল, সোনার মূল্য ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল—প্রতি আউন্স ৩,৫০০ ডলার। এরপর থেকেই বাজারে নিম্নমুখী প্রবণতা শুরু হয় এবং বৃহস্পতিবার তা দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছে যায়।
তবে একইদিনে ইউএস গোল্ড ফিউচার্সের দাম কিছুটা বেড়ে ৩,২৪৩ দশমিক ৩০ ডলারে দাঁড়ায়, যা বাজারে একটি স্থিতিশীলতার ইঙ্গিত দেয়।
বিনিয়োগকারীদের দৃষ্টিতে সোনার বর্তমান মূল্য একটি সুযোগ
বিশ্লেষকরা বলছেন, সোনার বর্তমান দর তার সর্বোচ্চ পর্যায় থেকে কয়েকশ ডলার কম হওয়ায় অনেক বিনিয়োগকারী এটিকে ভালো সুযোগ হিসেবে বিবেচনা করছেন। তাঁদের ধারণা, দীর্ঘমেয়াদে সোনার চাহিদা স্থিতিশীল থাকবে এবং মূল্য আবার বাড়তে পারে।
বিশ্বখ্যাত ওয়েবসাইট ‘গোল্ড প্রাইস ডট অর্গ’-এর তথ্য অনুযায়ী, গত এক মাসে সোনার দর প্রায় ৩ দশমিক ৬৯ শতাংশ বা ১১৪ দশমিক ৪৭ ডলার বেড়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন চীনের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরুর ইঙ্গিত দেন, তখন থেকেই বাজারে আস্থার সৃষ্টি হয় এবং সোনার চাহিদা কিছুটা হ্রাস পায়।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র শুল্ক বিষয়ে আলোচনা করতে আগ্রহী এবং বেইজিংও আলোচনার জন্য প্রস্তুত। এর ফলে বিনিয়োগকারীরা নিরাপদ বোধ করছেন এবং ঝুঁকিমুক্ত বিনিয়োগে ঝুঁকছেন, যার প্রভাব পড়ছে সোনার দামে।
ভবিষ্যৎ বাজার পূর্বাভাস: সোনার দাম আবারও বাড়তে পারে
বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স তাদের পূর্বাভাসে জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে সোনার দাম প্রতি আউন্সে ৩,৭০০ ডলারে পৌঁছাতে পারে। এর আগে তারা পূর্বাভাস দিয়েছিল ৩,৩০০ ডলার। প্রতিষ্ঠানটি আরও জানায়, কেন্দ্রীয় ব্যাংক ও সোনা ভিত্তিক ETF তহবিলে বিনিয়োগ বাড়ার ফলে ভবিষ্যতে সোনার দাম ৩,৬৫০ থেকে ৩,৯৫০ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে।
বর্তমানে সোনার বাজার কিছুটা নিম্নমুখী হলেও দীর্ঘমেয়াদে এটি বিনিয়োগের জন্য সম্ভাবনাময়। মূল্য ওঠানামা থাকলেও সোনা বিনিয়োগকারীদের কাছে এখনো নিরাপদ সম্পদ হিসেবে বিবেচিত। বাজারে সাময়িক পতন দেখা গেলেও ভবিষ্যতে আবারও সোনার দর বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।