আন্তর্জাতিক ডেস্ক : বাজারে এক মাসের ব্যবধানে লক্ষণীয় মাত্রায় কমেছে স্বর্ণের দাম। এ নিয়ে টানা পাঁচ মাস নিম্নমুখী মূল্যবান ধাতুটির বাজারদর। বিশ্লেষকরা বলছেন, মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংকের কঠোর মুদ্রানীতির কারণে রেকর্ড মাত্রায় বাড়ছে সুদের হার। ফলে বিনিয়োগকারীরা স্বর্ণে বিনিয়োগের পরিবর্তে ট্রেজারি ইল্ডের দিকেই বেশি ঝুঁকছেন। এ কারণে নন-ইল্ডিং মেটাল খ্যাত ধাতুটির চাহিদা কমছে।
তথ্য বলছে, গতকাল স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ লেনদেন হয়েছে ১ হাজার ৭২৪ ডলার ১৮ সেন্টে। আগের কার্যদিবসের তুলনায় বাজারদরে উত্থান-পতন দেখা যায়নি। তবে আগের মাসের তুলনায় দাম ২ দশমিক ৩ শতাংশ কমেছে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৭৩৫ ডলার ৪০ সেন্টে।
বাজারসংশ্লিষ্টরা জানান, নিকট ভবিষ্যতে ফেডারেল রিজার্ভ ব্যাংকের সুদের হার কমানোর কোনো পরিকল্পনা নেই বলেই মনে হচ্ছে। প্রতিষ্ঠানটি বর্তমানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই বেশি মনোযোগী।
’আমার স্বামীর উপর ওর দুর্বলতা আছে’, শ্রীলেখা নিয়ে বোমা ফাটালেন সুদীপা
অন্যদিকে, ডলারের মূল্যবৃদ্ধিও স্বর্ণের দাম কমাতে সহায়তা করছে। সম্প্রতি ডলারের মূল্যসূচক দশমিক ২ শতাংশ কমলেও তা রেকর্ড উচ্চতায় অবস্থান করছে। ফলে অন্যান্য মুদ্রার ক্রেতাদের মাঝে ধাতুটির চাহিদা কম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।