জুমবাংলা ডেস্ক : দুইদিনের টানা বর্ষণে বন্দরনগরী চট্টগ্রামের অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। ভয়াবহ জলাবদ্ধতায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছে নগরীর লাখ লাখ মানুষ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১১টায় তুমুল বৃষ্টিতে বন্দরনগরীর বাসিন্দাদের দুর্ভোগ মাথায় নিয়ে চলাচল করতে দেখা যায়। প্রবল বর্ষণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা বেড়েই চলেছে।
অপরদিকে টানা বর্ষণের কারণে নগরীতে ভয়াবহ পাহাড় ধস হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাহাড়ে পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন।
সরেজমিন ঘুরে এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, প্রবল বর্ষণে নগরীর আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, বাকলিয়া, শুলকবহর, বহদ্দার হাট, চান্দগাঁও, মুরাদপুর, পাঁচলাইশ, প্রবর্তকসহ বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এসব এলাকায় কোথাও কোমর পানি আবার কোথাও হাঁটু পানিতে ডুবে রয়েছে।
নগরীর মুরাদপুর এলাকার বাসিন্দা নুরুল ইসলাম বলেন, আমাদের এলাকা পুরো কোমর সমান পানিতে তলিয়ে রয়েছে। যানবাহন চলাচল প্রায় বন্ধ। পায়ে হেঁটেও মানুষ চলাচল করতে পারছে না। অনেক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের নিচ তলায় পানি ঢুকে গেছে।
বহদ্দার হাট এলাকার বাসিন্দা হুমায়ুন কবীর বলেন, বহদ্দার হাট, চান্দগাঁও, শুলকবহন এলাকা পুরোটাই পানির নিচে। দোকান খুলে ব্যবসা করার কোন উপায় নেই।
ছবিটি জুম করে ১১ সেকেন্ডে স্ক্রুগুলির মধ্যে লুকানো স্প্রিং খুঁজে বের করুন
চট্টগ্রাম আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, সমগ্র চট্টগ্রামে বর্ষণ অব্যাহত রয়েছে। তা আগামী আরও ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। ভারি ও অতিবৃষ্টির ফলে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।