উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৌসুমি বায়ুর প্রভাবে আজ (সোমবার) সকাল থেকে পটুয়াখালীর বিভিন্ন স্থানে টানা গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবীরা।
বৃষ্টিপাত আমন ধানের জন্য উপকারী হলেও ক্ষতির শঙ্কায় রয়েছে বর্ষাকালীন সবজি চাষিরা। গত ২৪ ঘণ্টায় ৬২.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
অপরদিকে লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর নিয়ে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. রাহাত হোসেন জানিয়েছে, এই পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।