টানা সাফল্য, নতুন বাড়ি কিনলেন কৃতি

Kriti Sanon

বিনোদন ডেস্ক : চলতি বছর টানা দুই সাফল্যে রীতিমতো উড়ছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। আলোচনায় ছিল তার অভিনীত ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ ও ‘ক্রু’।

Kriti Sanon

বর্তমানে অনেক হিন্দি সিনেমার প্রযোজকেরই প্রথম পছন্দ এই অভিনেত্রী।

তবে নতুন খবর, টানা সাফল্যের পর নতুন ফ্ল্যাট কিনেছেন কৃতি। এই মুহূর্তে এক নতুন সংযোজন হলো কৃতির সম্পত্তিতে।

জানা গেছে, মহারাষ্ট্রের আলিবাগে দুই হাজার বর্গফুটের একটি বাড়ি কিনেছেন অভিনেত্রী। মান্ডোয়া সমুদ্রতট থেকে ২০ মিনিট দূরে কৃতির নতুন বাসস্থান। দক্ষিণ মুম্বাই থেকে এই বাড়ির দূরত্ব এক ঘণ্টার।

দুই কোটি রুপি দিয়ে এই নতুন বাসস্থান কিনেছেন অভিনেত্রী। বহুদিন ধরেই নাকি আলিবাগে নতুন বাসস্থান কেনার পরিকল্পনা ছিল তার।

বাবার সামনে হাতেনাতে ধরা পড়েছিলেন সানি লিওন

শুধু কৃতিই নন। গেল কয়েক মাসে বাসস্থানের জন্য বিনিয়োগ করেছেন আরও কয়েক জন তারকা। অমিতাভ বচ্চন ১০ হাজার বর্গফুটের একটি বাড়ি কিনেছেন।