বিনোদন ডেস্ক : রায়হান রাফী পরিচালিত নতুন সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে শুরু হয়েছে আলোচনার ঝড়। ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরই ভারতের সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক উঠেছে। ছবিতে বাংলাদেশের দুই জনপ্রিয় তারকা শাকিব খান ও জয়া আহসান মুখ্য ভূমিকায় অভিনয় করছেন।
Table of Contents
প্রথম ঝলকেই বিতর্ক
ছবিটির অন্যতম প্রযোজক এসভিএফ (SVF)। টিজার প্রকাশের পর একাধিক ভারতীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, “ভারত-বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ওই দেশের কোনো তারকার ছবি ভারতে মুক্তি পেলে তা আমরা দেখব না। বরং ছবিটি কলকাতার কোনো সিনেমা হলে না আসলেই ভালো।”
‘তুফান’ এর পর ‘তাণ্ডব’
শাকিব খান ও রায়হান রাফী এর আগেও একসঙ্গে কাজ করেছেন ‘তুফান’ ছবিতে, যা বেশ সাড়া ফেলেছিল। ফলে ‘তাণ্ডব’ নিয়ে শাকিব ভক্তদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। ছবিটি ২০২৫ সালের ঈদুল আজহা উপলক্ষে, অর্থাৎ জুন মাসের শুরুর দিকে মুক্তি পাওয়ার কথা।
ভারতের বাজারে শাকিবের অবস্থান
‘তুফান’ মুক্তির সময় ভারতের প্রমোশনে এসেছিলেন শাকিব খান। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন মিমি চক্রবর্তী। ছবির গান ভারতে জনপ্রিয়তা পেলেও দর্শকরা হলে গিয়ে সিনেমাটি দেখেননি। এর আগে ‘প্রিয়তমা’-সহ শাকিবের শেষ পাঁচটি ছবিই ভারতে তেমন প্রভাব ফেলতে পারেনি।
জয়া আহসান ও অন্যান্য বাংলাদেশি তারকার ভারত যাত্রা
শুধু শাকিব খান নন, গত কয়েক বছরে আরও অনেক বাংলাদেশি তারকা ভারতের সিনেমায় কাজ করেছেন। তাদের মধ্যে জয়া আহসান, জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ফারিয়া অন্যতম। যদিও বর্তমানে অপূর্ব ও ফারিয়া ভারতে নতুন কোনো প্রজেক্টে যুক্ত নন। তবে জয়া আহসান অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় একটি নতুন ছবিতে কাজ করেছেন, যা ২০২৫ সালে ভারতে মুক্তি পাবে।
বিএনপি গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে : উপদেষ্টা আসিফ
বর্তমানে ভারত-বাংলাদেশের রাজনৈতিক আবহ ও সাংস্কৃতিক আদান-প্রদানের প্রেক্ষিতে ‘তাণ্ডব’-এর ভবিষ্যৎ মুক্তি ও গ্রহণযোগ্যতা নিয়ে চলছে আলোচনা। অনেকেই বলছেন, সময়ই বলে দেবে ছবিটি ভারতে কতটা গ্রহণযোগ্যতা পায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।