বিনোদন ডেস্ক : মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’ মুক্তির পর থেকেই দারুণ সাড়া ফেলেছে। দর্শকের আগ্রহ ও চাহিদা এতটাই বেশি যে, অনেক এলাকায় প্রেক্ষাগৃহ না থাকায় অস্থায়ীভাবে সিনেমাটি প্রদর্শন করা হচ্ছে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ অডিটোরিয়ামেও ঈদের দিন থেকে একইভাবে সিনেমাটি চলছিল।
তবে গত মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা থেকে হঠাৎ করেই ‘তাণ্ডব’ সিনেমার প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়।
এই ঘটনার পর চলচ্চিত্র জগতের অনেক নির্মাতা ও প্রযোজক ক্ষোভ প্রকাশ করেন। এবার সরব হলো প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
রোববার (১৫ জুন) প্রতিষ্ঠানটি তাদের সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এই প্রদর্শনী বন্ধের ঘটনায় তীব্র প্রতিবাদ জানায়।
জাজ মাল্টিমিডিয়ার পোস্টে বলা হয়, “আউলিয়াবাদে যা ঘটেছে, তা কখনোই কাম্য নয়। এটি শুধু ‘তাণ্ডব’ নয়, পুরো চলচ্চিত্র শিল্পের জন্যই একটি বড় বাধা। রাষ্ট্রকে অবশ্যই এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। একজন প্রযোজক হিসেবে আমি মাননীয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, মাননীয় সংস্কৃতি উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করছি, যেন দ্রুত হস্তক্ষেপ করেন।”
তারা আরও লেখে, “আপনারা যদি নীরব থাকেন, তাহলে চলচ্চিত্র শিল্পকে রক্ষায় আমাদের রাস্তায় নামা ছাড়া আর কোনো পথ থাকবে না। আজ যা সাইফুলের ক্ষেত্রে ঘটেছে, আগামীকাল তা আমাদের সঙ্গেও ঘটতে পারে। তাই সবাইকে এখনই সোচ্চার হতে হবে।”
উল্লেখযোগ্য, গত শুক্রবার (৬ জুন) বিকেলে পারকি ইউনিয়ন ওলামা পরিষদের ব্যানারে সিনেমার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়। যদিও সেই প্রতিবাদ উপেক্ষা করেই সিনেমাটি চালানো হচ্ছিল, কিন্তু শেষপর্যন্ত সেটি বন্ধ করে দিতে হয়।
রায়হান রাফীর পরিচালনায় নির্মিত ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান ও সাবিলা নূরের পাশাপাশি আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ অনেকে।
প্রযোজক প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড, সহ-প্রযোজক চরকি, এবং দীপ্ত সহযোগিতায় রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।