ভারতীয় বংশোদ্ভূত তানেজা টেসলার নতুন চিফ ফিনান্সিয়াল অফিসার

বৈভব তানেজা

আন্তর্জাতিক ডেস্ক : বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার নতুন চিফ ফিনান্সিয়াল অফিসারের (সিএফও) দায়িত্ব পেলেন ভারতীয় বংশোদ্ভূত বৈভব তানেজা।

বৈভব তানেজা

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি টেসলার চিফ ফিনান্সিয়াল অফিসার জ্যাচ কিরখোর্ন পদত্যাগ করায় তার স্থানে বৈভব তানেজাকে নিয়োগ দিয়েছেন ইলন মাস্ক। সোমবার (৭ আগস্ট) বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি এই তথ্যই জানিয়েছে।

২০১৬ সালের মার্চ থেকে বৈভব তানেজা সোলারসিটি করপোরেশনের বিভিন্ন ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালেই সেই কোম্পানিটি অধিগ্রহণ করে নেয় টেসলা। পরে ২০১৭ সালে ফেব্রুয়ারি থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত সময়ে অ্যাসিসটেন্ট করপোরেট কন্ট্রোলার হিসেবে কাজ করেন তিনি। ২০১৮ সালের মে মাসে পদোন্নতি পেয়ে দায়িত্ব পালন করেছেন করপোরেট কান্ট্রোলারের। এরপরে ২০১৯ সালের মার্চে তিনি দায়িত্ব পান টেসলার চিফ অ্যাকাউন্টিং অফিসারের।

বর্তমানে ৪৫ বছর বয়সী এই ভারতীয় বংশোদ্ভূত টেসলার চিফ অ্যাকাউন্টিং অফিসার পদে রয়েছেন। এর পাশাপাশি তাকে সিএফও হিসেবে নিয়োগ দিয়েছে টেসলা।

টেসলায় নিযুক্ত হওয়ার আগে ১৯৯৯ সাল থেকে ২০১৬ সালের মে পর্যন্ত তানেজা প্রাইসওয়াটারহাউসকুপারসের ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যালয়ে নিযুক্ত ছিলেন বলে কোম্পানি ফাইলিংয়ে উল্লেখ করেছে টেসলা।

এর আগে গত ৪ বছর সাফল্যের সঙ্গে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির চিফ ফিনান্সিয়াল অফিসারের দায়িত্ব পালন করেছেন কিরখোর্ন।

ইলন মাস্কের নেতৃত্বধীন টেসলার সঙ্গে দীর্ঘ ১৩ বছর কাজ করেছেন কিরর্খোন। কোম্পানি ফাইলিংয়ে টেসলা উল্লেখ করেছে, কিরখোর্নকে তার উল্লেখযোগ্য অবদানের জন্য টেসলা ধন্যবাদ জানাতে চায়। নির্বিঘ্নে সিএফও এর দায়িত্ব রূপান্তরের জন্য চলতি বছরের শেষ নাগাদ তিনি টেসলার সঙ্গে যুক্ত থাকবেন।

গত ১ মার্চ অনুষ্ঠিত হওয়া টেসলার ২০২৩ ইভেস্টার ডে উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জ্যাচ কিরখোর্ন। ছবি: সিএনএন

এদিকে সোমবার (৭ আগস্ট) এক লিংকডইন পোস্টে কিরখোর্ন জানিয়েছেন, আজ সকালে টেসলা আমার চিফ ফিনান্সিয়াল অফিসারের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা করেছে। আমার স্থলাভিষিক্ত হচ্ছেন বৈভব তানেজা।

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার

তিনি আরও লিখেছেন,
এই কোম্পানির অংশ হতে পারা আমার জন্য একটি বিশেষ অভিজ্ঞতা। গত ১৩ বছরের বেশি সময়ে ধরে টেসলার সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আমি টেসলার প্রতিভাবান, উৎসাহী এবং কঠোর পরিশ্রমী কর্মীদের ধন্যবাদ জানাতে চাই, যারা অনেকে অসম্ভবকে সম্ভব করেছেন। একই সঙ্গে আমি ইলন মাস্ককে তার নেতৃত্ব ও আশাবাদি মনোভাবের জন্য ধন্যবাদ জানাতে চাই, যা অনেককে অনুপ্রাণিত করেছে।