জুমবাংলা ডেস্ক : দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম টানেল যুগে প্রবেশ করল বাংলাদেশ। সাধারণের জন্য আগামীকাল রবিবার সকাল ৬টা থেকে যানবাহন চলাচল শুরু হচ্ছে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল। নির্ধারিত টোল দিয়ে, নির্দিষ্ট নিয়ম মেনে টানেলের মধ্য দিয়ে যাতায়াত করতে পারবে সাধারণ যাত্রীরা। টানেলে পণ্যবাহী যান-চলাচলের জন্য ঠিক করা হয়েছে বিশেষ নীতিমালা। এদিকে, ভিড় এড়াতে অহেতুক টানেল এলাকায় জমায়েতকে নিরুৎসাহিত করেছে প্রশাসন।
দেশের ইতিহাসের অন্যতম ইউনিক এই প্রকল্পের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরণের ঘাটতি রাখতে চায় না কর্তৃপক্ষ। তাই বিভিন্ন ধরনের নিরাপত্তার বাইরেও দেওয়া হয়েছে নানা বিধি-নিষেধ। আর সেই বিধি-নিষেধ মানতে বাধ্য করা হবে, অবশ্যই টানেলের ভেতর দিয়ে যাওয়া যাত্রীদের পায়ে হেঁটে অথবা দুই ও তিন চাকার কোনো যানবাহন নিয়ে যাওয়া যাবে না টানেলে। টানেলের ভেতরে থামানো যাবে না কোনো গাড়ি, নির্দিষ্ট এলাকার ভেতর গাড়ি থেকে নামাও যাবে না। সেলফি কিংবা ছবি তোলার স্বাদ নিতে হবে গাড়ির ভেতরে বসেই।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্পের পরিচালক হারুনুর রশিদ বলেন, ‘প্রত্যেক গাড়িকেই টানেলে প্রবেশের আগে তল্লাশির মুখে পড়তে হবে। স্বয়ংক্রিয় স্ক্যানার আর আন্ডার ভেহিকেল স্ক্যানিং সিস্টেম- ইউভিএসএস এর মাধ্যমে নিশ্চিত করা হবে যানটি কতোটা নিরাপদ। শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেই কোন গাড়িকে ভেতরে ঢোকানোর অনুমতি দেওয়া হবে।’
এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, ‘টানেল এলাকায় উৎসুক মানুষের ভিড় এড়াতে বিশেষ পরিকল্পনা নিয়েছে পুলিশ। পতেঙ্গা সী বিচ ও আনোয়ারা প্রান্তে টানেলের মুখে কাউকেই অযথা ঘুরাঘুরির সুযোগ দেওয়া হবে না।’
টানেলের ভেতর দিয়ে যানবাহন পারাপারে টোল নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
সোয়া তিন কিলোমিটার দীর্ঘ এই টানেল চট্টগ্রাম নগরের পতেঙ্গার সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করেছে। প্রতিটি যানবাহানের সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে পারাপারে সময় লাগবে ৩ মিনিট। টানেলের ভেতর দিয়ে যানবাহন পারাপারে টোল নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
আনোয়ারা প্রান্তে টোল প্লাজায় ২০টি বুথে টোল দিয়ে টানেলে প্রবেশ বা বাহির হওয়া যাবে। সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত টোল ধার্য করেছে কর্তৃপক্ষ।
টানেল পারাপারে প্রাইভেট কার, জিপ, পিকআপ ভ্যান ২০০ টাকা, মাইক্রোবাস ২৫০ টাকা, বাস (৩১ সিটের কম) ৩০০ টাকা, বাস (৩২ আসনের বেশি) ৪০০ টাকা, বাস (৩ এক্সেল) ৫০০ টাকা, ট্রাক (৫ টন পর্যন্ত) ৪০০ টাকা, ট্রাক (৫ থেকে ৮ টন) ৫০০ টাকা, ট্রাক (৮ থেকে ১১ টন) ৬০০ টাকা, ট্রাক ও ট্রেইলার (৩ এক্সেল) ৮০০ টাকা, ট্রাক ও ট্রেইলার (৪ এক্সেল) ১০০০ টাকা এবং চার এক্সেলের বেশি ট্রাক ও ট্রেইলারগুলোকে ১০০০ টাকার সঙ্গে প্রতি এক্সেলের জন্য আরও ২০০ টাকা করে টোল দিতে হবে।
৩ দশমিক ৩২ কিলোমিটার টানেলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চালানো যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।