টাঙ্গাইলের ভূঞাপুরে আল-কারীম দারুর উলুম আজাদী মাদ্রাসার এক ছাত্রকে (১১) ধর্ষণের অভিযোগে শিক্ষক ওয়ালী উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে জামালপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক উয়ালিউল্লাহ পাবনার চাটমোহর উপজেলার ধানবিলা গ্রামে মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলামের ছেলে।
জানা যায়, নির্যাতনের শিকার ওই ছাত্রকে নানা কাজের অজুহাতে শিক্ষক উয়ালিওল্লাহ গভীর রাতে তার রুমে নিয়ে যান। এছাড়াও একাধিকবার তার রুমে ডেকে নিয়ে নানা যৌন নিপীড়নমূলক কাজে বাধ্য করেন। গত ২৪ জুলাই শিশুকে ধর্ষণ করেন শিক্ষক ওয়ালী উল্লাহ।
আর এই বিষয়টি অন্য সহপাঠীদের কাছে জানালে ঘটনাটি প্রকাশ পায়। তবে একটি প্রভাবশালী মহল শিক্ষার্থীর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে টাকার বিনিময়ে স্ট্যাম্পে স্বাক্ষর করায় বলে অভিযোগ ওঠে।
এমনকি, ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের ‘মব সৃষ্টি করে শায়েস্তা’ করার হুমকি দেয় ওই প্রভাবশালী মহল। পরে স্থানীয়রা ওই শিক্ষকের শাস্তি চেয়ে মাইকে ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিলের ডাক দেয়। সবশেষ বৃহস্পতিবার রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করেছে স্থানীয়রা।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তকে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযুক্ত শিক্ষক যৌন নির্যাতনের বিষয়টি শিকার করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।