Advertisement
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
শনিবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার খান মার্কেটে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানান দলটির সখীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস সবুর খান।
সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব বলেন, বক্তব্য দেওয়ার সময় শারীরিকভাবে অসুস্থবোধ করেন কাদের সিদ্দিকী। কিছুক্ষণ পরই তিনি বক্তব্য শেষ করেন। পরে তাকে সখীপুরে নিজ বাসায় নেওয়া হয়।
খবর পেয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনজন চিকিৎসক তার বাড়িতে যান। পরীক্ষা নিরীক্ষার পর তারা বঙ্গবীরকে দেখে সুস্থ বলেন।
কাদের সিদ্দিকী এখন নিজ বাসায় বিশ্রাম নিচ্ছেন ও সুস্থ আছেন বলে জানান কৃষক শ্রমিক জনতা লীগের নেতা সজীব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।