আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার সানশাইন কোস্ট ইউনিভার্সিটির গবেষকরা সম্প্রতি তানজানিয়ার দুর্গম জঙ্গলে নতুন একটি বর্গের এবং পাঁচটি নতুন প্রজাতির কেন্নো খুঁজে পেয়েছেন।নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, গবেষণা করা হয়েছে তানজানিয়ার উডজুংওয়া পর্বতমালায়। সেখানে আন্তর্জাতিক সহযোগীসহ দলটি গাছ এবং লতার বৃদ্ধি পর্যবেক্ষণ করেছে।
সানশাইন কোস্ট ইউনিভার্সিটির প্রফেসর অ্যান্ডি মার্শাল আইকনিক স্টার ওয়ারস সিরিজের চরিত্রগুলোর সঙ্গে এই কেন্নোর মাথার আকৃতির তুলনা করেছেন।
তিনি বলেছেন, ‘নতুনভাবে খুঁজে পাওয়া কেন্নোর পায়ের সংখ্যা ২০০। আর সেগুলো কয়েক সেন্টিমিটার লম্বা। আফ্রিকার বৃহত্তম কেন্নোগুলো ৩৫ সেন্টিমিটার বা প্রায় ১৪ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে।’
মার্শাল আরো বলেন, ‘কেন্নো আমাদের বন পুনরুদ্ধারের ক্ষেত্রে আঙুরগাছের ভূমিকা সম্পর্কে দুটি ভিন্ন তত্ত্ব নির্ধারণ করতে সাহায্য করবে।
গবেষণার সময় আমরা কেন্নোর আকারের তথ্য নথিবদ্ধ করেছি। কারণ সেগুলো কোনো বনের সার্বিক পরিস্থিতি বিবেচনার দুর্দান্ত সূচক।’
নওগাঁয় ভ্যালেন্টাইনস ডে’তে অসময়ে প্রেমে জড়ানো ৩৬ যুগলের মামলার শুনানি
তিনি আরো বলেন, ‘একই এলাকায় আগেও নমুনা সংগ্রহের সময় উপস্থিত ছিল না, এমন প্রজাতির সন্ধান এবার পাওয়া গেছে। আমরা এখনো নতুন কিছুর প্রত্যাশা করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।