স্পোর্টস ডেস্ক : চার ওয়ানডে খেলে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তানজিদ হাসান তামিম। তবু তামিম ইকবালের স্থলাভিষিক্ত হিসেবে বাংলাদেশের বিশ্বকাপ সুযোগ হয়েছিল তাঁর। আর তানজিদ তামিমের বড় গুণ ইনিংসের শুরু থেকেই বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে বিপক্ষ দলকে চাপে রাখা।
আন্তর্জাতিক ম্যাচে জ্বলে উঠতে না পারলেও বিশ্বকাপের আগমুহূর্তে রানে ফিরেছেন তামিম। গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ৮৮ বলে ৮৪ রানের অসাধারণ এক ইনিংস। আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ শুরু করেছিলেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।
টানা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ফিফটির দিকে এগোচ্ছিলেন তামিম। কিন্তু ১৬ তম ওভারে মার্ক উডের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হন এই বাঁহাতি ব্যাটার। খেলেছেন ৪৪ বলে ৪৫ রানের এক ইনিংস। সাতটি চার ও একটি ছক্কা মেরেছেন।
প্রথম প্রস্তুতি ম্যাচে ৬১ রান করা লিটন আজ ফিরেছেন ৫ রানে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ফিরে নাজমুল হোসেন শান্ত ফিরলেন ব্যর্থ হয়ে। ১১ বলে ২ রান এল তাঁর ব্যাট থেকে। আজ বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বকাপের সহকারী অধিনায়ক শান্তই। লিটন ও শান্ত দুজনকেই ফিরিয়েছেন রিস টপলি। ৮ রানে আদিল রশিদের শিকার হলেন মুশফিকুর রহিম।
এ প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৩.১ ওভারে ৪ উইকেটে ১১৫ রান। মেহেদী হাসান মিরাজ ৩৯ রানে অপরাজিত আছেন। মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত আছেন ৮ রান করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।