স্পোর্টস ডেস্ক : ওয়ানডে অভিষেকেই হৈ চৈ ফেলে দিয়েছেন। ভারতের বিপক্ষে কলম্বোয় এশিয়া কাপে ক্যারিয়ারের প্রথম ম্যাচেই নিজেকে চিনিয়েছেন তানজিম হাসান সাকিব।
সে খেলায় এ তরুণ পেসারের বলে প্রথম দুই ওভারে ফিরে গেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আর ওয়ান ডাউন তিলক ভার্মা। তানজিম সাকিবের ওই স্পেলটিই ভারতকে পেছনের পায়ে ঠেলে দেয় এবং বাংলাদেশকে জেতাতে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা।
সেই বোলিংটাই তানজিম সাকিবকে বাকিদের চেয়ে আলাদা করে দিয়েছে। হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে তার প্রতি সন্তুষ্ট হন। বোলিংয়ের পাশাপাশি তার ব্যাটিংটাও আমলে আনেন হাথুরু। এককথায় প্রথম দিনই কোচের মন জয় করে নেন তানজিম সাকিব।
বলা যায়, সেই সমীহ জাগানো বোলিংটাই তাকে বিশ্বকাপ দলে জায়গা করে দিয়েছে। অথচ এশিয়া কাপের মূল দলে তানজিম সাকিব ছিলেন না। ইনজুরির কারণে এশিয়া কাপের বাইরে ছিটকে পড়া এবাদত হোসেনের জায়গায় তাকে নেওয়া হয়। আর সেই সাকিবই সুযোগ লুফে নিয়ে চলে গেলেন বিশ্বকাপে।
সিলেটের এ ২০ বছর বয়সী পেসার আজ বিকেলে দলের সঙ্গে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে জানিয়ে গেছেন তার লক্ষ্য ও পরিকল্পনা।
বিমানে ওঠার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সামনে তানজিম বলেন, ‘এটা অসাধারণ এক অনুভূতি। যখন আমি আব্বু-আম্মুকে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার খবর বলি, তারা শুনে খুব খুশি হয়েছেন। পাশাপাশি আমি নিজেও অনেক খুশি ছিলাম। ’
তরুণ এই পেসার যোগ করেন, ‘প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছি, আমি চেষ্টা করবো যত পারা যায়, শেখা যায় এখান থেকে। বিশ্বকাপে পৃথিবীর বড় বড় ক্রিকেটার ওখানে যাবে প্রত্যেকটা দেশের। চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দিয়ে খেলার জন্য আর শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।’
তানজিম সাকিব যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সদস্য ছিলেন। সেই সাফল্য এখনো অনেক বড় অনুপ্রেরণা তার। তাই মুখে এমন কথা, ‘বিশ্বকাপ জেতাটা ছিল অবশ্যই স্বপ্নের মতো আর এখন বড়দের সাথে যাচ্ছি। ভালো খেলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওইটা আমাকে অনেক মোটিভেশন দেয় কারণ একটা বিশ্বকাপ জিতেছি। তাই আমার কোনো ধরনের ভয় কাজ করে না। মানসিকভাবে অনেক শক্তিশালী আছি।’
বিশ্বকাপ দলে জায়গা পাওয়া তার জীবনে পাওয়া এক সুবর্ণ সুযোগ, এমন মন্তব্য করে তানজিম সাকিব বলেন, ‘তারা (নির্বাচকরা) যখন আমাকে বিশ্বকাপের জন্য বাছাই করলেন, সেটা আমি মনে করি আমার জন্য সুবর্ণ সুযোগ ভালো করার জন্য বা দেশকে ভালো কিছু দেওয়ার জন্য। আমি ওইটাই চেষ্টা করবো যাতে দেশকে সর্বোচ্চটা দিতে পারি। আমি নিজ থেকে শতভাগ চেষ্টা করে যাব, বাকিটা আল্লাহ আমার সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।