বিনোদন ডেস্ক : নতুন বছরের শুরুটা ওয়েব দিয়ে করবেন বলে জানিয়েছিলেন তানজিন তিশা। করলেনও তাই। এরমধ্যে টানা দশ দিন শুটিংয়ের মধ্য দিয়ে শেষও করলেন এর কাজ। জানা গেছে, ওয়েব ফিল্মটির নাম ‘পয়জন’, যার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রীকে। এটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমদ্দার।
গেল মাসের ২২ তারিখে ওয়েব ফিল্মটির শুরু হয়ে চলতি মাসের এক তারিখে এর ক্যামেরা ক্লোজ হয়। রাজধানীর মিরপুর, তিনশ ফিট এবং গাজীপুরের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হয়। বাস্তব জীবনের চরম সত্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সাসপেন্স থ্রিলার ঘরানার এই ফিল্মটি।
নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ‘অতিরিক্ত যেকোনো কিছুই বিষের মতো। যেটাকে বলা হয়, একসিড অব অ্যানিথিং। ‘পয়জন’ এর গল্পটিও ঠিক তেমন। একদম সাসপেন্স থ্রিলার গল্প। তিশাকে কেন্দ্র করেই পুরো গল্প।’
পুনম পাণ্ডে জানালেন, তিনি বেঁচে আছেন; মৃত্যুর সংবাদ ছিল সাজানো
মামুনুর রশিদ তানিমের রচনায় ‘পয়জন’ এ আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, টাইগার রবি, রওনক রিপন, আব্দুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগ প্রমুখ। ওয়েব ফিল্মটি শিগগিরই দীপ্ত ওটিটি প্লেতে মুক্তি পাবে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।