প্রেমিকের টানে তানজিন তিশা ট্রেনে চেপে চট্টগ্রামে!

বিনোদন ডেস্ক : ঢাকা থেকে ট্রেনে চেপে বসেছেন তানজিন তিশা; গন্তব্য চট্টগ্রাম। ছুটছেন প্রেমিকের টানে। একই ট্রেনে আছেন জোভান ; পরিচয় নেই একে অপরের সঙ্গে। একটা সময় জোভান লক্ষ্য করেন, তিশা ট্রেনে বসে কাঁদছেন। পাশে গিয়ে কারণ জানতে চাইলে রেগে যান তিশা।

এমন এক অদ্ভুত প্রেমময় গল্পে তৈরি হলো ঈদের বিশেষ নাটক ‘লাভ ট্রিপ’। সোহাইল রহমানের রচনায় এটির চিত্রনাট্য করেছেন মহিদুল মহিম ও সোহাইল রহমান। নির্মাণ করেছেন মহিদুল মহিম।

সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকে জোভান অভিনয় করছেন মঈন চরিত্রে আর তানজিন তিশাকে পাওয়া যাবে সুরভী হিসাবে। যিনি প্রেমিকের টানে ঢাকা থেকে চট্টগ্রাম ছুটে যান।

নিজ দেশের জন্য জ্যাকুলিন ফার্নান্দেজের আকুতি

নির্মাতা মহিম বলেন, ‘এটা ট্র্যাভেল ঘরানার লাভ স্টোরি। গল্পের নায়িকা ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা-মোবাইল সব খোয়ান। তার এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন সহযাত্রী নায়ক। এটা জাস্ট গল্পের শুরু। মাঝে ও শেষে অনেকগুলো বাঁক আছে এতে। মঈন ও সুরভী চরিত্রে জোভান-তিশা দারুণ অভিনয় করেছেন। আমার বিশ্বাস ঈদের অন্যতম রোমান্টিক নাটক হতে যাচ্ছে এটি।’

‘লাভ ট্রিপ’ প্রযোজক এসকে সাহেদ আলী জানান, এবারের ঈদে এক্সক্লুসিভ আয়োজনে নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

রণবীর ও আলিয়ার বিয়ের তারিখ প্রকাশ, জানা গেল পার্টির অতিথি কারা