বড় পর্দার অপেক্ষায় তানজিন তিশা

বিনোদন ডেস্ক : নাটক-মডেলিংয়ের প্রিয়মুখ তানজিন তিশা। একের পর এক অসাধারণ অভিনয় দিয়ে দর্শকহৃদয়ে স্থান করে নিয়েছেন। উৎসব-পার্বণের নাটকগুলোতে তার সরব উপস্থিতি থাকে। এবার ভক্তদের জন্য সুখবর নিয়ে আসছেন এ অভিনেত্রী। দীর্ঘদিন নাটকে অভিনয়ে সফলতার পর এবার বড় পর্দায় আসতে চান তিনি। সম্প্রতি রাজধানীর মতিঝিলে ক্লাসিক আইটি অ্যান্ড স্কাই মার্ট লিমিটেডের মতিঝিল ব্রাঞ্চের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

সিনেমাতে চুক্তিবদ্ধ হওয়ার কথা চলছে এমন প্রশ্নের উত্তরে তানজিন তিশা বলেন, সিনেমাতে চুক্তিবদ্ধ যদি আমি হয়ে থাকি, এটা তো অনেক খুশির একটি ব্যাপার। কারণ অনেক বছর ধরে আমার ভক্ত-শুভাকাক্সক্ষীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে আমার সিনেমার জন্য। আমি আসলে সিনেমা করতে যাচ্ছি। সিনেমা নিয়ে আমি কথা বলছি, যখন একটা সুন্দর গল্প, প্রোডাকশন, টিম পাব, তখন আমি বসে থাকব না। আমি চুক্তিবদ্ধ হব এবং আপনাদের সবাইকে জানাব। শাকিব খানের সঙ্গে সিনেমাটি হতে পারে এমন গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, গল্পের ওপর নির্ভর করে যে কোনো নায়কের সঙ্গে সিনেমাটি হতে পারে। আমি নিশ্চিত হয়ে বলতে পারছি না, কারণ আমি এখনো সিনেমাতে চুক্তিবদ্ধ হইনি।

তিনি আরও বলেন, ব্যক্তি তানজিন তিশাকে সবার সামনে ভালো অভিনেত্রী এবং প্রত্যেকটি মানুষের একজন প্রিয় মানুষ হিসেবে উপস্থাপন করতে চাই এটাই আমার স্বপ্ন ছিল, এখনো আছে। কাজ আসলে পড়ালেখার মতো, পড়ালেখার যেমন কোনো শেষ নেই, অভিনয়ের জায়গা থেকে শেখারও কোনো শেষ নেই। আমি আরও অনেক শিখতে চাই। অনেক কাজ করতে চাই। দর্শকের অনেক ভালো ভালো কাজ দিতে চাই। এটাই আমার লক্ষ্য।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন তানজিন তিশা এমন শিরোনামে তিশার প্রথম সিনেমা প্রসঙ্গ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমসহ ফেসবুকের গ্রুপে গুঞ্জন শুরু হয়। পরে তানজিন তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজে গুজব ও মিথ্যা নিউজ না করার অনুরোধ জানান।