বিনোদন ডেস্ক : যাচাই না করে তারকাদের নিয়ে কোন মিথ্যা নিউজ করবেন না-বলে মন্তব্য করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সদ্য অনুষ্ঠিত হওয়া সিজেএফবি ২৩তম পারফর্মেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে এমন কথা বলেন তিনি।
এসময় তিশা বলেন, ‘কিছু সাংবাদিকদের উদ্দেশ্যে আমি বলব, যাচাই বাছাই না করে কোন শিল্পীকে নিয়ে সংবাদ পরিবেশন করা উচিৎ নয়। না জেনে মিথ্যা সংবাদ করবেন না, আমাদেরও পরিবার আছে। এ ধরণের সংবাদের কারণে আমাদের পরিবারকে ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যেতে হয়।’
তিনি আরও বলেন, আমার বাবা বেঁচে নেই। কিন্তু তিনি যদি বেঁচে থাকতেন এ ধরনের মিথ্যা গুজব সহ্য করতে পারতেন না।
অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা এখন সময়ের দাবি: আসিফঅন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা এখন সময়ের দাবি: আসিফ
এসময় তিনি তার বাবার উদ্দেশ্যে তার পুরষ্কার উৎসর্গ করে নতুন বছরে সবার জন্য শুভকামনা জানান।
শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয় গণমাধ্যমে কর্মরত বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের সিজেএফবি ২৩তম পারফর্মেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন রাজধানীর ঢাকা শেরাটনের বলরুমে জাঁকজমকপূর্ণ আয়োজনে দেশের বিনোদন অঙ্গনের তারকাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা।
এ অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, সাংবাদিক-সঞ্চালক শফিক রেহমান,অভিনেত্রী জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, নির্মাতা আশফাক নিপুণসহ আরও অনেক তারকা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।