বিনোদন ডেস্ক : অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত। কিন্তু সেই অভিযোগ আদালতে খারিজ হয়ে গিয়েছে দিন কয়েক আগেই। এর পর থেকেই নাকি নানা পাটেকরের গুণ্ডারা তাঁকে ও তাঁর সাক্ষীদের হুমকি দিয়ে চলেছেন, এমনই অভিযোগ জানালেন অভিনেত্রী তনুশ্রী।
অভিনেত্রী বলেন, ‘কিছুদিন আগে আমার মূল সাক্ষী আদালতে তাঁর বয়ান নথিভুক্ত করে। এর পর থেকেই ফোনে কিছু অজানা ব্যক্তি ক্রমাগত হুমকি দিয়ে চলেছে।’
তিনি আরো দাবি করেন, নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশের দায়ের করা ‘বি-সামারি’ রিপোর্টকে আদালত খারিজ করে দিয়েছেন। তাঁর দাবি, ২০১৯ সালে পুলিশ এই মামলা বন্ধ করতে চেয়েছে। তনুশ্রীর আরো অভিযোগ, সাক্ষীদের সঙ্গে কথা বলেই ওই বি-সামারি রিপোর্ট তৈরি করে পুলিশ।
তনুশ্রী বলেন, ‘আদালত জানিয়েছে, পুলিশের ওই রিপোর্ট গৃহীত হবে না। তাই আমরা এই মামলা জিতেছি। খুব শিগগিরই মুম্বাই পুলিশ চার্জশিট গঠন করবে।’
সালটা ছিল ২০১৮।
তনুশ্রী দত্ত অভিযোগ করেন, ‘হর্ন ওকে’ নামক এক সিনেমার শুটিং চলাকালীন তাঁকে যৌন হেনস্তা করেন নানা পাটেকর। হর্ন ওকে মুক্তি পায় ২০০৯ সালে। কেন এত দিন পর এই অভিযোগ জানান তনুশ্রী, সেই প্রশ্ন তুলেছিল মুম্বাই পুলিশ। শুধু তাই নয়, অভিনেত্রীর দায়ের করা অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে আদালতের কাছে ‘বি-সামারি’ রিপোর্ট জমা দেয় পুলিশ। দিন কয়েক আগেই তনুশ্রীর অভিযোগ নাকচ করে আন্ধেরির আদালতের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এনভি বনশল জানান, অভিযোগের সময়সীমা অতিক্রম করে গিয়েছে।
যদিও তনুশ্রী জানিয়েছেন, তিনি হার মানবেন না। আগামী দিনে কী পদক্ষেপ করেন এখন সেটাই দেখার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।