বিনোদন ডেস্ক : নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘সে ক্স এডুকেশন’-এ লিলি চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া ব্রিটিশ অভিনেত্রী তানিয়া রেনল্ডসকে এ সিরিজের পরের মৌসুমে পাওয়া যাবে না। রেডিও টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন, চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা সিরিজের চতুর্থ মৌসুমে থাকছেন না তিনি।
এর আগে সিরিজের প্রথম তিন মৌসুমে এলিয়েনপ্রেমী হিসেবে দেখা গেছে লিলিকে; এবারের মৌসুমের চিত্রনাট্যে তার চরিত্রটি নেই।
বিষয়টিকে ‘দুঃখজনক’ হিসেবে বর্ণনা করলেও তা মেনে নেওয়ার কথা জানিয়েছেন তানিয়া রেনল্ডস; বলেছেন, “এই ধরনের শোগুলোতে অনেক চরিত্র ও অভিনয়শিল্পী নিয়ে কাজ করা হয়; শোর স্বাভাবিক অগ্রগতি হিসেবে পুরানো চরিত্রের বদলে নতুন চরিত্রের আগমন ঘটে।”
তার ভাষ্যে, সিরিজের প্রতিটা মুহূর্ত তিনি উপভোগ করেছেন; বারবার লিলি চরিত্রের প্রেমে পড়েছেন।
খোলামেলা পোশাক পরে সোশ্যাল মিডিয়া কাঁপালেন এই ক্রিকেটারের স্ত্রী
সিরিজে তার বন্ধু ওলার ভূমিকায় অভিনয় করা প্যাট্রিসিয়া অ্যালিসনও চতুর্থ মৌসুমে অভিনয় করছেন না বলে ক্যাপিটাল এক্সট্রাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন। রেনল্ডস বর্তমানে তার পরবর্তী কাজ ‘আই হেইট ইউ’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন; সিরিজটি চ্যানেল ফোরে মুক্তি পাবে শুক্রবার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।