বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বিচিত্র চরিত্রে অভিনয় করে বহু আগেই তিনি এ জগতে পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার তিশা হাজির হচ্ছেন একেবারেই ভিন্ন একটি চরিত্রে। নরসুন্দর বা নাপিতের ভূমিকায় দেখা যাবে তাকে।
চুল-দাড়ি কাটার এই পেশায় সাধারণত নারীদের দেখা যায় না। পুরুষরাই করেন। সেই রীতি ভেঙে নাপিতের ভূমিকায় টিভির পর্দায় আসতে চলেছেন তানজিন তিশা। নাটকের নাম ‘নর-সুন্দরী’। এটি একটি নারীকেন্দ্রীক গল্পের নাটক।
আহমেদ তাওকীরের গল্প ও চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করছেন তরুণ ও জনপ্রিয় নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকু। এরই মধ্যে ঢাকার অদূরে কালীগঞ্জে তিন দিনের শুটিং। আর এক দিনের শুটিং বাকি।
পরিচালক রাফাত মজুমদার রিংকু বলেন, ‘আমরা খুব যত্ন নিয়ে কাজটা করছি। গল্প ও চরিত্র দুটিই বেশ আলাদা। এমন গল্প নিয়ে কাজ করা আনন্দের।’
নাট্যকার আহমেদ তাওকীর বলেন, ‘রাজনৈতিক গণ্ডগোলে এক নরসুন্দর মৃত্যুবরণ করে। বাবার পেশাকেই বেছে নেয় তার তরুণী মেয়ে। কিন্তু সে বেছে নিলেও গ্রামের মানুষ ভালো চোখে দেখে না। তাকে গ্রামছাড়া করা হয়। শহরে এসেও পড়ে নানা বিপত্তিতে। এসব নিয়েই গল্প।’
তানজিন তিশা ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শরীফ সিরাজ, মোমেনা চৌধুরী, নরেশ ভূইয়াসহ অনেকে। পরিচালক রাফাত মজুমদার রিংকু জানান, আসছে ঈদে ‘নর-সুন্দরী’ নাটকটি বেরসকারি টিভি চ্যানেল বাংলাভিশনের প্রচারিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।