জুমবাংলা ডেস্ক : ঢাকাসহ দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে দেশের কয়েকটি জেলার তাপমাত্রা কমবে বলেও আভাস দিয়েছে সংস্থাটি।
বুধবার (০৩ মে) আবহাওয়া অধিদফতরের এক বার্তায় এ তথ্য জানা গেছে।
পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে।
দেশব্যাপী বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও কমবে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, বান্দরবান, পটুয়াখালী ও বরিশাল জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা প্রশমিত হতে পারে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকবে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলা উপজেলায়। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।