ডিবি অফিসে অপু বিশ্বাস-তাপস

অপু বিশ্বাস তাপস

বিনোদন ডেস্ক : তাপস- মুন্নীর জীবনে বুবলীকে জড়িয়ে নানা গুঞ্জনের মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে এসেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মূলত অপু বিশ্বাসের একটি পোস্টেই তাপসের সঙ্গে বুবলীর সম্পর্কের গুঞ্জন চাউর হয়।

অপু বিশ্বাস তাপস

মঙ্গলবার বেলা ১২টার দিকে ডিবি কার্যালয়ে আসেন অপু বিশ্বাস। এর কিছুক্ষণ পর ডিবি অফিসে আসেন সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস।

জানা গেছে, দুজনের মধ্যে কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি চলছে। এটি সমাধানের জন্য ডিবি কার্যালয়ে এসেছেন কৌশিক ও অপু বিশ্বাস।

বর্তমানে কার্যালয়ে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে আলোচনা চলছে তাদের মধ্যে। এর আগে কৌশিক হোসেন তাপসের স্ত্রী ও গানবাংলা টেলিভিশনের চেয়ারম্যান ফারজানা মুন্নী ও অপু বিশ্বাসের মধ্যেকার অডিও কল ফাঁসের ঘটনা ঘটে।

সেখানে তাপসের সঙ্গে আরেক নায়িকা বুবলীর সম্পর্ক বিষয়ে নানা কথা বলতে শোনা যায়। এরপর কয়েকদিন আগে মুন্নী অভিযোগ করেন, অপু বিশ্বাস কলটি যে প্রকাশ করবেন সেটা তিনি জানতেন না। এরপর পাল্টা উত্তর দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন অপু বিশ্বাসও। সেখানে তিনি দাবি করেন, মুন্নীই তাকে ফোন করে তাদের সম্পর্কের বিষয়টি জানিয়েছেন।

এবার এ বিষয়গুলো নিয়েই ডিবি অফিসে আলোচনা চলছে বলেও জানা যায়।

নতুন প্রেমে তৃপ্তি!

অভিযোগে তাপস বলেছেন, ভিডিও বার্তা ও কল রেকর্ড ফাঁসের মাধ্যমে অপু তার ব্যক্তিগত জীবন ও সুনাম ক্ষুণ্ণ করেছেন। সেই অভিযোগের সূত্রেই অপুকে তলব করেছেন ডিবি প্রধান হারুন অর রশীদ।