একসঙ্গে তাপস-মিমির ‘ভাল্লাগছে না’, ভাইরাল ভিডিও

তাপসের সঙ্গে মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় সংগীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের স্বত্বাধিকারী কৌশিক হোসেন তাপসের সঙ্গে এবার টালিউড নায়িকা মিমি চক্রবর্তী। তাপসের গিটারে মিমি গাইলেন গান ‘ভাল্লাগছে না’।

তাপসের সঙ্গে মিমি চক্রবর্তী

তাপসের গিটারে মিমির গাওয়া গান ‘ভাল্লাগছে না’র ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করেছেন তাপস। সোমবার ( ১৩ নভেম্বর) মধ্যরাতে করা সেই পোস্ট প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।

মাত্র ৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, খালি গলায় বেশ গান গাইছেন মিমি। নায়িকার সুখ্যাতির পাশাপাশি সুন্দর গানের গলায়ও দর্শক মাতাতে পারেন তিনি।

অল্প সময়ের এ ভিডিও ফেসবুকে আপলোড করে তাপস ক্যাপশনে লিখেছেন, Random late night jamming [ without lyrics ] Mimi 🤘 মধ্যরাতে এমন জমজমাট গানের আসরে মুগ্ধ নেটিজেনরা।

অনেক নেটিজেনই প্রশংসা করেছেন মিমির গায়কি ভাবকে। প্রশংসা কুড়িয়েছেন গিটার বাদক তাপসও। তবে প্রশংসার পাশাপাশি নেতিবাচক মন্তব্যও ছিল তাপসের আপলোড করা ওই ভিডিওতে।

পাকিস্তানের ক্রিকেটারদের সমালোচনায় ঐশ্বরিয়াকে টেনে তোপের মুখে রাজ্জাক

একটি ভিডিও আপলোডের পাশাপাশি তাপস মিমির সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন ফেসবুকে। দিওয়ালি উদ্‌যাপনের দিনে তোলা সে ছবির ক্যাপশনে তাপস লিখেছেন, শুধু মিমির সঙ্গে দিওয়ালি উদ্‌যাপন করছি।