তার প্রস্তাব পেয়ে রাজি হয়ে যাই : নিপুণ

নিপুণ

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নিপুণ আক্তারকে চলচ্চিত্রে একটা সময় নিয়মিত দেখা গেলেও এখন তিনি অনিয়মিত। বেছে বেছে সিনেমায় কাজ করছেন বলে জানা যায়। চলচ্চিত্রের পাশাপাশি তিনি এবার বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন।

নিপুণ

আকাশ আমিনের পরিচালনায় চায়ের বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন নিপুণ। ঢাকার অদূরে ধামরাইয়ের ফিল্ম ভ্যালিতে এর দৃশ্যধারণ করা হয়।

এ প্রসঙ্গে নিপুণ বলেন, ‘চায়ের বিজ্ঞাপনের জন্য আকাশ আমিন আমাকে প্রস্তাব দেন। নতুন এই বিজ্ঞাপনে কাজের জন্য তার প্রস্তাব পেয়ে রাজি হয়ে যাই। দেখলাম এর কনসেপ্ট বেশ দারুণ, পছন্দ হয়েছে। তাই সময় করে এর শিডিউল দিয়েছি।কয়েকদিন আগে ফিল্ম ভ্যালিতে এর শুটিং শেষ করেছি। সুন্দর কাজ হয়েছে।’

সার্জারির সময় ডাক্তাররা কেন সবুজ পোশাক পরেন

নিপুণ অভিনীত সর্বশেষ ‘ভাগ্য’ নামের সিনেমা মুক্তি পায়। মুক্তির অপেক্ষায় আছে বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর ‘সুজন মাঝি’ সিনেমা। নিপুণ ২০১৩ সালে প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে ‘পরিচয়’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে অভিষেক হয়। নিপুণ আক্তারের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো– ‘এই তো ভালোবাসা’, ‘জান তুমি প্রাণ তুমি’, ‘অন্তর্ধান’।