ধর্ম ডেস্ক : ইবাদতের বসন্তকাল হলো পবিত্র রমজান মাস। এ মাসে প্রতিটি ইবাদতের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। রাসুল (সা.) বলেছেন, ‘রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করলো, সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করলো। আর যে এ মাসে একটি ফরজ আদায় করলো, সে যেন অন্য মাসের ৭০টি ফরজ আদায় করলো।’ (শুআবুল ঈমান : ৩/৩০৫-৩০৬)
রমজানে মুসলমানরা বিশেষভাবে যেসব ইবাদত করে থাকেন, তার মধ্যে অন্যতম হলো তারাবি নামাজ। এ নামাজের বিশেষ ফজিলত রয়েছে। রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও পরকালের আশায় রমজানের রাতে কিয়ামুল লাইল (তারাবি) আদায় করবে, তার অতীতের গুনাহ ক্ষমা করা হবে।’ (নাসায়ি, হাদিস : ২২০৫)
তারাবি নামাজের নিয়ম
তারাবি নামাজ এশার ফরজ নামাজের পর আদায় করা হয়। এটি দুই রাকাত করে পড়তে হয় এবং প্রতিবার সালাম ফেরানো হয়। চার রাকাত শেষে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হয়, এসময় তাসবিহ-তাহলিল পড়া উত্তম।
তারাবি নামাজের নিয়ত
তারাবি নামাজের জন্য নিয়ত করা জরুরি। এটি মনে মনে বাংলায় করলেও হবে। প্রচলিত আরবি নিয়ত:
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ للهِ تَعَالَى رَكْعَتَى صَلَوةِ التَّرَاوِيْحِ سُنَّةُ رَسُوْلِ اللهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ
উচ্চারণ: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা, রাকাআতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি, আল্লাহু আকবার।
বাংলায় নিয়ত: আল্লাহর সন্তুষ্টির জন্য তারাবির দুই রাকাত নামাজ কেবলামুখী হয়ে পড়ছি। আল্লাহু আকবার।
তারাবি নামাজের দোয়া
চার রাকাত পর এক দোয়া পড়ার প্রচলন রয়েছে। এটি পড়া আবশ্যক নয় তবে এটি কল্যাণকর।
سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبْحانَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ سُبْحانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنا وَرَبُّ المْلائِكَةِ وَالرُّوْحِ
তারাবি নামাজের মোনাজাত
তারাবি নামাজ শেষে এক দোয়া পড়ার প্রচলন রয়েছে:
اَللَّهُمَّ اِنَّا نَسْئَالُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ…
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনাননার…
এই দোয়াটি আল্লাহর রহমত লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সবাইকে রমজানের ফজিলত অর্জনের তাওফিক দান করুন। আমিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।