ধর্ম ডেস্ক : বছর ঘুরে মানবতার সুমহান আদর্শ নিয়ে বিশ্ব মুসলিমের দরবারে হাজির পবিত্র কুরআন ঘোষিত শ্রেষ্ঠ মাস মাহে রমজান। রমজান মাসের নির্দিষ্ট নামাজ হচ্ছে তারাবির নামাজ বা সালাতুত তারাবিহ। এটি রমজানের গুরুত্বপূর্ণ ইবাদত। রাসুলুল্লাহ (সা.) নিজে তারাবি নামাজ পড়েছেন এবং সাহাবায়ে কিরামকেও পড়ার জন্য আদেশ দিয়েছেন। এই নামাজ নারী-পুরুষ উভয়ের জন্যই সুন্নতে মুয়াক্কাদা। জামাতে আদায় করা অধিক সওয়াবের কাজ। এ নামাজে কোরআন শরিফ খতম করা অত্যন্ত ফজিলতপূর্ণ।
তারাবির নামাজ কি?
রমজান মাসের রাতে এশার ফরজ ও সুন্নত নামাজের পর বিতিরের পূর্বে দুই রাকাত দুই রাকাত করে ২০ রাকাত নামাজ আদায় করা হয়, যাকে তারাবির নামাজ বলা হয়। আরবি ‘তারাবিহ’ শব্দটির অর্থ আরাম বা বিশ্রাম।
তারাবির নামাজের সময়
তারাবির নামাজ এশার ফরজ ও সুন্নত নামাজের পর এবং বিতিরের পূর্বে আদায় করা হয়। এটি সুন্নতে মুয়াক্কাদাহ, যা ওয়াজিবের কাছাকাছি।
তারাবির নামাজ পড়ার নিয়ম
রমজানের প্রথম রাত থেকেই এশার ফরজ ও সুন্নত নামাজের পর তারাবির নামাজ পড়তে হয়। নামাজের ধাপ:
- এশার চার রাকাত সুন্নত
- এশার চার রাকাত ফরজ
- এশার দুই রাকাত সুন্নত
- দুই রাকাত করে তারাবির সালাত
- তিন রাকাত বিতির নামাজ
তারাবির নামাজের নিয়ত
বাংলায় উচ্চারণ: নাওয়াইতু আন উসালিয়া লিল্লাহি তা’আলা, রাকাআতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসুলিল্লাহি তা’আলা () মুতাওয়াজ্জিহান ইলা যিহাতিল কা’বাতিশ শারিফাতি, আল্লাহু আকবার। ( যদি জামাতের সাথে হয়, তবে- ইক্বতাদাইতু বি হাজাল ইমাম বলতে হবে।)
তারাবির নামাজের রাকাত
তারাবির সালাত দুই দুই রাকআত করে পড়া হয়। হানাফি, শাফিয়ি ও হাম্বলি ফিকহের অনুসারীগণ ২০ রাকআত, মালিকি ফিকহের অনুসারীগণ ৩৬ রাকআত এবং আহলে হাদিসরা ৮ রাকআত তারাবির পড়েন।
তারাবির নামাজের দোয়া
বাংলায় উচ্চারণ: সুব্হানাযিল মুলকি ওয়াল মালাকুতি, সুব্হানাযিল ইয্যাতি, ওয়াল আযমাতি, ওয়াল হাইবাতি, ওয়াল কুদরাতি, ওয়াল কিবরিয়াই, ওয়াল যাবারুত। সুব্বুহুন কুদ্দুছুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ।
তারাবির নামাজের মোনাজাত
বাংলায় উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা ওয়া নাউ’জুবিকা মিনান্নারী, ইয়া খালিকাল জান্নাতা ওয়ান্নারী, বিরহমাতিকা ইয়া আজিজু, ইয়া গাফ্ফারু, ইয়া কারীমু, ইয়া সাত্তারু, ইয়া রাহীমু, ইয়া জাব্বারু, ইয়া খালিকু, ইয়া বার্র। আল্লাহুম্মা আযিরনা মিনান্নার; ইয়া মুযিরু, ইয়া মুযিরু, ইয়া মুযির। বিরহমাতিকা ইয়া আর হামার রাহিমিন।
তারাবির নামাজ সুন্নত না নফল?
তারাবির নামাজ নারী-পুরুষ সবার জন্য সুন্নতে মুয়াক্কাদা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত।
খতম তারাবি ও সূরা তারাবি
বাংলাদেশে দুটি পদ্ধতি প্রচলিত-
- খতম তারাবি: এতে পুরো কোরআন খতম করা হয়।
- সূরা তারাবি: নির্দিষ্ট সূরা পাঠ করে নামাজ আদায় করা হয়।
তারাবির নামাজের ফজিলত
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি ইমান ও ইহতিসাবের সঙ্গে তারাবি নামাজ আদায় করে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করা হয়।’ (বুখারি ও মুসলিম)
মাহে রমজানের বিশেষ ফজিলত পূর্ণ আমল তারাবির নামাজে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে তারাবির নামাজ আদায়ের তৌফিক দান করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।