মোঃ সোহাগ হাওলাদার, আশুলিয়া প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে দেশবাসী দীর্ঘ প্রতিক্ষায় ছিল। তাঁর আগমনকে নিয়ে নানা গুঞ্জন ছিল, তাঁর আসার মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র ও সকল গুঞ্জনের সমাপ্তি ঘটেছে এবং যে লড়াইটা তিনি বিদেশের মাটিতে বসে জনগণের জন্য করেছেন, একটা সুষ্ঠু অবাদ নির্বাচনের জন্য, এখন সেই লড়াইটা প্রত্যক্ষভাবে দেশের মাটিতে বসে জনগনকে নেতৃত্ব দেবেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় স্মৃতিসৌধে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় গয়েশ্বর চন্দ্র বলেন, দেশের মানুষই তাকে সংবর্ধনা দিয়েছে, বিএনপি একা সংবর্ধনা দেয়নি। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে, বিএনপি, বিএনপি নেতা-কর্মী, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্খী, দেশের মানুষই তাকে গতকালকে তাকে সংবর্ধনা দিয়েছে। তিনি এখন বাংলাদেশের জনগণের নেতা এবং মানুষের ভবিষ্যৎ কর্ণধার তারেক রহমান।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে আসবেন। এ উপলক্ষে হাজারো নেতাকর্মী জাতীয় স্মৃতিসৌধ এলাকায় অবস্থান করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



