বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপিসহ সাত রাজনৈতিক দলের নেতারা।

বুধবার (২১ জানুয়ারি) গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজেপির আন্দালিব রহমান পার্থ, আমজনতার মিয়া মসিউজ্জামান, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, জনঅধিকার পার্টির ইসমাইল হোসেন সম্রাট ও নেজামী ইসলাম পার্টির একেএম আশরাফুল হক, গণফোরামে সুব্রত চৌধুরী ও গণতান্ত্রিক বাম ঐক্যের হারুন চৌধুরী নিজ নিজ দলের নেতৃত্ব দেন।
আরও পড়ুন : কিছু ভুয়া খবর দেখলাম : তাহসান
পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কারযনির্বাহী কমিটির সদস্যরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সংগঠনটির পক্ষ থেকে তারেক রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


