তারেক রহমানের ভোটার হতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

শুক্রবার (ডিসেম্বর) সংবাদ মাধ্যমকে এ কথা জানান নির্বাচন কমিশনার।
রহমানেল মাছউদ বলেন, ভোটার তালিকা আইনের ১৫ অনুচ্ছেদ অনুযায়ি বিশেষ পরিস্তিতিতে যেকাউকে যেকোন সময় ভোটার করতে পারেন। তবে ভোটার হতে তারেক রহমান শনিবার নির্বাচন ভবনে আসবেন কি না তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দল থেকে জানানো হয়েছে। তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।
দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনা শেষে মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। সেখান থেকে যান গুলশানের বাসভবনে।
তারেক রহমান আজ বাদ জুমা ঢাকার শেরেবাংলা নগরে বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন।
তার আগামীকালের কর্মসূচির মধ্যে রয়েছে- ভোটার তালিকায় নাম নিবন্ধন করতে আগারগাঁওয়ে নির্বাচন অফিসে যাবেন। সেখান থেকে জুলাই আহত যোদ্ধাদের দেখতে যাবেন হাসপাতালে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের মাজার চত্বরে জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন।
বৃহস্পতিবার দুপুরে তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
বিমানবন্দর থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলে বুলেটপ্রুফ বাসে করে তারেক রহমান পূর্বাচল ৩০০ ফিট এলাকার মঞ্চে যান। তাকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত পথ ছিল লোকারণ্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



