Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home তারেক রহমান ফেরার আগেই সব গুছিয়ে রাখছে বিএনপি
রাজনৈতিক ডেস্ক
রাজনীতি স্লাইডার

তারেক রহমান ফেরার আগেই সব গুছিয়ে রাখছে বিএনপি

রাজনৈতিক ডেস্কShamim RezaDecember 21, 20254 Mins Read
Advertisement

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার আগেই নির্বাচনবিষয়ক সব কার্যক্রম গুছিয়ে নিচ্ছে বিএনপি। যেসব আসনে এখনও প্রার্থী ঘোষণা হয়নি, সেগুলোতেও নাম ঘোষণার কাজ চলছে। এরই ধারাবাহিকতায় বাগেরহাটের চারটি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। কয়েক আসনে ঘোষিত প্রার্থী পরিবর্তন নিয়েও চলছে আলোচনা।

Bangladesh Nationalist Party

সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার কৌশল নির্ধারণে সারাদেশের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের নিয়ে সাত দিনের তথ্য-প্রচার কর্মসূচি শেষ করেছে বিএনপি। এর বাইরে তিন দফায় দেশের ২৭৬ আসনে মনোনীত প্রার্থীর কর্মশালাও শেষ করেছে দলটি।

এসব কর্মশালায় ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড– কীভাবে কৃষককে ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করা যায়, তা নিয়ে বিএনপির ভাবনা তুলে ধরা হয়েছে। প্রার্থীকে নির্বাচন-সংক্রান্ত সার্বিক বিষয়ে নির্দেশনা দেন সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ব্যক্তিরা। এর মধ্যে নির্বাচনী এলাকার কেন্দ্র এবং আসনভিত্তিক তালিকা কীভাবে ভোটারের কাছে পাঠাবে, প্রচারণা চালাবে– সেসব বিষয়ে তুলে ধরে দায়িত্বপ্রাপ্ত নেতারা বক্তব্য দেন।

গতকাল প্রার্থীদের সঙ্গে বৈঠকে ভোটের মাঠে করণীয় এবং প্রচার-প্রচারণা, মনোনয়ন ফরম সংগ্রহ-পূরণ, জমাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে নির্বাচনে জিততে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জনসম্পৃক্ত অতিগুরুত্বপূর্ণ আট দফা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে পূর্বঘোষিত পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করা হবে, সেসব বিষয়ে আরও সহজভাবে মানুষের সামনে তুলে ধরতে বলা হয়েছে। সেই সঙ্গে সব প্রার্থীর কাছ থেকে ৫৫ হাজার টাকা করে দলীয় মনোনয়ন ফি জমা নেওয়া হয়েছে।

বৈঠকগুলোতে তারেক রহমান বলেন, ‘আমি ধানের শীষ প্রতীকে মনোনীত প্রত্যেককেই সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। এ জন্য আমি ফুলের মালা নিয়ে অপেক্ষায় থাকব। ধানের শীষের সবাইকে বিজয়ী হওয়া ছাড়া বিকল্প নেই।’

মতবিনিময় সভায় অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের চিঠি দেওয়া হয়। চিঠিতে প্রার্থীদের নির্দিষ্ট কিছু তথ্য নিয়ে উপস্থিত থাকতে বলা হয়। এর মধ্যে রয়েছে প্রতিটি নির্বাচনী আসনের জন্য মনোনীত এজেন্ট এবং পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিতে সক্ষম এমন দুজন ব্যক্তির নাম। পাশাপাশি সংসদীয় এলাকার জন্য প্রার্থীর মনোনীত একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের নামও জমা দিতে বলা হয়। একই সঙ্গে চিঠিতে তালিকাভুক্ত প্রত্যেক ব্যক্তির নাম, পদবি, বর্তমান ও স্থায়ী ঠিকানা, সচল হোয়াটসঅ্যাপ নম্বর এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনার নির্দেশনা ছিল।

সংশ্লিষ্টরা বলছেন, ভোটের দিন কেন্দ্রভিত্তিক ব্যবস্থাপনা, এজেন্টদের প্রশিক্ষণ ও ডিজিটাল প্রচারণা আরও সুসংগঠিত করার পরিকল্পনা নিয়েছে বিএনপি। এই কর্মশালার পর নেতাকর্মীরা ঘরে-ঘরে গিয়ে ভোটারের কাছে বিএনপির পরিকল্পনা পৌঁছে দেওয়ার কর্মসূচি শুরু করেছেন।

ব্যাংকের ঋণ ও অন্য আইনি ঝামেলা আছে এমন প্রার্থীর বিকল্প প্রার্থীও ঠিক করছে বিএনপি। তবে খুবই সীমিত আসনে এ পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
নেতারা জানান, গত বুধবার বিএনপি মনোনীত প্রার্থীদের সঙ্গে বৈঠক শুরু হয়। প্রথম দিন রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ১০৭ প্রার্থীর সঙ্গে ভার্চুয়ালি সভা করেন তারেক রহমান। দ্বিতীয় দিন বৃহস্পতিবার বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের ১১০ প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা হয়। গতকাল শনিবার ফরিদপুর, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের ৯৪ প্রার্থীর সঙ্গে বৈঠক হয়।

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হওয়া বৈঠকে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে সমাপনী বক্তব্য দেন তারেক রহমান। বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সহসম্পাদক নেওয়াজ হালিমা আর্লি ও নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারীর পরিচালনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা রেহান আসাদ।

এবারের নির্বাচনে প্রচারণায় ভিন্নতা আনার জন্য বিভিন্ন বিষয়ে দক্ষ এমন ব্যক্তিদের সমন্বয়ে বিশেষ কমিটিও গঠন করেছে দলটি। ইতোমধ্যে নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য গুলশানে একটি অফিস ভাড়া নেওয়া হয়েছে।

বাগেরহাটে চার আসনে প্রার্থী
বাগেরহাটের চারটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বাগেরহাট-১ আসনে বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার মহাসচিব ও মতুয়া সমাজ ঐক্যজোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডল, বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম এবং বাগেরহাট-৪ আসনে বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সভাপতি ও মতুয়া সমাজ ঐক্যজোটের সভাপতি সোমনাথ দে মনোনয়ন পেয়েছেন। এই চারজনও গতকাল গুলশানে বিএনপির প্রার্থী সভায় উপস্থিত ছিলেন।

সোমনাথ দে ২০১৪ সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন। ২০১৯ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। গত বছর ২৯ আগস্ট তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন।

চট্টগ্রাম-৪, ১২, ব্রাহ্মণবাড়িয়া-৪ ও যশোরের দুটি আসনে প্রার্থিতায় পরিবর্তন আনছে বিএনপি। এর মধ্যে গতকালের বৈঠকে চট্টগ্রাম-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী ও বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

মেয়েদের লাল রঙের পোশাকে কেন বেশি সুন্দর দেখায়

বৈঠকে অংশ নিয়ে হবিগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী জিকে গউস সমকালকে বলেন, বৈঠকে মূলত নির্বাচনী প্রচার-প্রচারণার কৌশলসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতারা দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন।

সুত্র : সমকাল

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আগেই গুছিয়ে তারেক তারেক রহমান ফেরার বিএনপি রহমান রাখছে রাজনীতি সব স্লাইডার
Related Posts
তারেক রহমান জেবু

তারেক রহমানের সঙ্গে দেশে আসছে পোষা বিড়াল ‘জেবু’

December 21, 2025
গিয়াস উদ্দিন তাহেরি

আমি আপনাদের ভালোবাসায় নির্বাচনে এসেছি: গিয়াস উদ্দিন তাহেরি

December 21, 2025
ডা. জুবাইদা রহমান

লন্ডনে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান

December 21, 2025
Latest News
তারেক রহমান জেবু

তারেক রহমানের সঙ্গে দেশে আসছে পোষা বিড়াল ‘জেবু’

গিয়াস উদ্দিন তাহেরি

আমি আপনাদের ভালোবাসায় নির্বাচনে এসেছি: গিয়াস উদ্দিন তাহেরি

ডা. জুবাইদা রহমান

লন্ডনে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান

পোস্টাল ব্যালট

সংসদ নির্বাচন : সাড়ে পাঁচ লাখেরও বেশি প্রবাসীর নিবন্ধন

গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী শহিদুল গ্রেপ্তার

সুখবর

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য সুখবর

দীর্ঘতম রাত

বছরের দীর্ঘতম রাত আজ

সংবাদ সম্মেলন

হাদি হত্যার তদন্তের অগ্রগতি জানাতে সমন্বিত সংবাদ সম্মেলন আজ

চেতনাকে দমানো যায় না

চাই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক: জামায়াত আমির

চেতনাকে দমানো যায় না

খুন করে বিপ্লবের চেতনাকে দমানো যায় না: জামায়াত আমির

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.