ধর্ম ডেস্ক : বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার (১২ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হবে। আজ এশার নামাজের সঙ্গে তারাবিহ নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোর রাতে রোজা রাখার উদ্দেশ্যে সেহেরি খাবেন।
পুরুষদের পাশাপাশি নারীরাও রমজানে খতম তারাবি পড়ে থাকেন। মাসব্যাপী খতম তারাবি পড়তে গিয়েও পিরিয়ডের কারণে অনেকেই খতম শেষ করতে পারেন না। সে ক্ষেত্রে খতম দেয়ার উপায় কি হবে?
সম্প্রতি দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহর সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠানের ২১৪তম পর্বে এমনই এক প্রশ্ন আসে। পুতুল আক্তার নামের একজন প্রশ্ন করেন, মেয়েদের তো প্রতি মাসেই পিরিয়ডের হয়, পিরিয়ডের সময় তারাবির নামাজ পড়া যায় না। এতে খতম তারাবির খতম হবে কিনা? এবং এর করনীয় কি?
উত্তরে, শায়খ আহমাদুল্লাহ বলেছেন, মেয়েদের পিরিয়ডের কারণে যে সময়গুলোতে তারা তারাবি পড়তে পারছেন না, তারা যদি কোনো খতম তারাবিতে অংশগ্রহণ করেন তাহলে তারা ওই পারাগুলো তেলওয়াত করে নেবেন। বা পরবর্তীতে অন্য কোনোভাবে সেগুলো তারা শুনে নেবেন। এতে কুরআনের খতম পূর্ণ হবে।
এছাড়া যে খতম করতেই হবে এটা বাধ্যতামূলক নয়। যেহেতু তিনি চেষ্টা করেছেন কুরআনের সঙ্গে থাকার। তাই মাসের বাকিসময়গুলো সেভাবে করলেই হবে ইনশাআল্লাহ। খতমের চেয়েও কুরআন নিয়মিত তেলওয়াত করা এবং সেই অনুযায়ী জীবনযাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।