‘তারে জামিন পার’ এর সেই ছোট্ট ইশান এখন কেমন আছেন

ইশান

বিনোদন ডেস্ক : ‘তারে জামিন পার’-এর ছোট্ট ইশানকে নিশ্চয় ভুলে যান নি। ইশানের আসল নাম দার্শিল সাফারি। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত শিক্ষনীয় ছবি দার্শিলের জীবনের মোড় ঘুরিয়ে দেই। সেসময় তিনি ততটা না বুঝলেও এখন নিশ্চয় আঁচ করতে পারেন। তবে এখন তিনি কেমন আছেন?

ইশান

‘তারে জামিন পার’-এ ইশানের শিক্ষক থাকে আমির খান। তবে বাস্তব জীবনেও দার্শিল আমির খানের পরামর্শ নেন। দার্শিল সাফারির বয়স এখন ২৬ বছর। পড়াশোনার পাশাপাশি নিজের অভিনয় নিয়ে ব্যস্ত।

সিনেমা, বিজ্ঞাপন ও বিভিন্ন ব্যান্ডের স্পনসর হিসেবে কাজ করছেন তিনি। দার্শিল অভিনীত ‘তারে জামিন পার’ বক্স অফিসে সুপার হিট ছিল। এরপর সিনেমা, স্বল্পদৈর্ঘ্য ও সিরিজে কাজ করছেন। ‘ঝলক দিখলা যা’ সিজন ৫- রিয়েলিটি শো-এর প্রতিযোগীও ছিলেন।

এক সাক্ষাৎকারে দার্শিল বলেন, তার বাবা নিয়মিত আমির খানের সঙ্গে যোগাযোগ করেন। আমির খান তাকে পেশাগত জীবন সম্পর্কে পরামর্শ দেন। কিভাবে নিজেকে আরও তৈরি করা যায় সেসব পরামর্শ দেন।

দুর্দান্ত ফিচারের সঙ্গে কিলার লুকে বাইককেও টেক্কা দিবে এই ইলেকট্রিক সাইকেল

বর্তমানে দার্শিল সাফারি রঞ্জিত সিং মাশিয়ানার স্পোর্টস ফিল্ম ‘হাকুস বুকুস’-এ কাজ করেছেন। ইশান মুম্বাইয়ে থাকেন। তার একটি ছোট বোন রয়েছে।