আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হচ্ছে।”
মির্জা ফখরুল বলেন, “আমাদের সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ, তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী ২৫ ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী ২৫ ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন।”
সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, “জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই ষড়যন্ত্রের পরিসর বাড়ছে। এ পরিস্থিতিতে দলের নেতৃত্বকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে সামনে এগিয়ে নিতে তারেক রহমানের দেশে ফেরা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।”
মির্জা ফখরুল বলেন, “বছরের পর বছর ধরে দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়ে তিনি কথা বলেছেন। এবার তিনি নিজেই দেশের মাটিতে সেই দায়িত্ব পালন করবেন।”
তিনি জানান, দল ইতোমধ্যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করেছে। বিমানবন্দর থেকে তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে, তবে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।
তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এর পর থেকে তিনি যুক্তরাজ্যে আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



