জুমবাংলা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন। তবে এখন পর্যন্ত তার দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেননি বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
প্রায় দুই সপ্তাহের লন্ডন সফর শেষে রবিবার দুপুরে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে তিনি একথা বলেন।
এর আগে গত ২০ ডিসেম্বর বিএনপির তারেক রহমানের ডাকে যুক্তরাজ্য যান সালাহউদ্দিন আহমেদ। লন্ডনে বড় মেয়ের বাসায় ছিলেন তিনি। এই সফরে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
জানা গেছে, লন্ডন সফরকালে বিএনপির আগামী দিনের রাজনীতি, আগামী নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। এছাড়া যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্য ।
বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পরিবেশ সৃষ্টি করতে পারিনি। তবে তারেক রহমান শিগগিরই ফিরবেন।’
অপর এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, বলেন, ‘সংবিধান কবর দেওয়া যায় না। সংবিধানে পরিবর্তন ও পরিবর্ধন হতে পারে।’
নির্বাচন বিলম্ব করার যেকোনও কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে মন্তব্য করে তিনি বলেন, ‘সুতরাং, দ্রুত নির্বাচন জরুরি। নতুন দলকে স্বাগতম জানানো হবে। তবে সেটা যেন কিংস পার্টি না হয়। তারা যেন সুষ্ঠু ধারায় রাজনীতি করে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।