জুমবাংলা ডেস্ক : জাতীয় নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা জোরদার হচ্ছে। ঢাকার অভিজাত বারিধারা ডিওএইচএসে তার বসবাসের জন্য একটি বাড়ি প্রস্তুত করা হচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
বারিধারার বাড়ি নিয়ে কী জানা গেছে?
তারেক রহমান ও স্ত্রী ডা. জোবাইদা রহমান বসবাস করবেন এমন একটি বাড়ির সংস্কারকাজ চলছে বারিধারায়। সূত্র বলছে, বাড়িটির মালিকানা এসেছে ডা. জোবাইদা রহমান ও তার বড় বোন শাহীনা জামান বিন্দুর নামে উত্তরাধিকার সূত্রে, যা তাদের পিতামহ প্রয়াত রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের সম্পত্তি।
আধুনিক সংস্কারে ব্যস্ত বাড়ির নির্মাণশ্রমিকরা
দীর্ঘদিন অব্যবহৃত থাকায় বাড়িটিতে ব্যাপক আধুনিকায়ন কাজ চলছে। কিচেন, বাথরুমসহ ঘরের অভ্যন্তর সাজানো হচ্ছে আধুনিক ডিজাইনে। এই বাড়িটিই হতে যাচ্ছে তারেক রহমানের রাজনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু।
ঈদের পর খালেদা জিয়ারও দেশে ফেরার ইঙ্গিত
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান, খালেদা জিয়াও ঈদের পর দেশে ফিরতে আগ্রহী। তারেক রহমানের বিষয়ে তিনি বলেন, “নির্বাচনি প্রক্রিয়া শুরুর আগেই তিনি দেশে ফিরবেন। ঢাকায় তাঁর থাকার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ।”
আইনি বাধা না থাকায় ফিরে আসার পথ সুগম
২০ মার্চ তারিখে সব মামলায় খালাস পাওয়ার পর তারেক রহমানের দেশে ফেরায় আর কোনো আইনগত বাধা নেই। বিএনপির আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, তিনি এখন সরাসরি রাজনীতিতে অংশ নিতে পারবেন।
বিএনপির অভ্যন্তরে কী বলছেন নেতারা?
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “তারেক রহমানের দেশে ফেরা এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।