বিনোদন ডেস্ক : বলিউডে যেন বিয়ের মৌসুম চলছে। আর তারকাদের বিয়ে মানেই রাজকীয় আয়োজন। এ আয়োজনে হয় অসুস্থ প্রতিযোগিতা। কে কার থেকে বেশি জমকালো আয়োজন করতে পারেন। প্রত্যেকে একে অন্যকে টপকানোর চেষ্টা করা। শুধু তারকারাই এ প্রতিযোগিতা করেন না, তারকাদের অনুরাগীরাও একজনের বিয়ের আয়োজনের সঙ্গে অন্যজনের আয়োজনের তুলনা করেন। সম্প্রতি সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে যেন আলোচনায় নতুনমাত্রা যোগ হয়েছে।
সিদ্ধার্থ-কিয়ারা
মঙ্গলবার রাজস্থানের মরুশহর জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে জমকালো আয়োজনে সম্পন্ন হয় বলিউড তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ে। তাদের বিয়ে উপলক্ষ্যে সূর্যগড় প্যালেসকে একটি বিলাসবহুল বুটিক হোটেলের রূপ দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে তাদের বিয়ের জন্য নাকি জয়সলমেরে প্রায় ৮৪টি বিলাসবহুল ঘর বুকিং করা হয়, আর ভাড়া করা হয় ৭০টিরও বেশি গাড়ি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই প্যালেসের একেকটি ঘরের প্রতিদিনের ভাড়া প্রায় দুই লাখ রুপি। এ ছাড়া অতিথিদের একাধিক সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি দিনের খাবারের মেন্যুতেও ছিল বিশেষ চমক। শোনা যায়, ১০ দেশের ১০০-র বেশি পদ ছিল অতিথিদের জন্য। মেন্যুতে রয়েছে ইতালিয়ান, চাইনিজ, আমেরিকান, সাউথ ইন্ডিয়ান, মেক্সিকান, রাজস্থানি, পাঞ্জাবি এবং গুজরাটি খাবার। মিষ্টির মধ্যে থাকবে জয়সলমেরের বিখ্যাত ঘোটওয়ান লাড্ডু।
ক্যাটরিনা-ভিকি
বলিউডের আরেক জনপ্রিয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাদের বিয়ের জমকালো আয়োজন নজর কেড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। এই জুটি সাতপাকে বাঁধা পড়েছিলেন রাজস্থানের সিক্স সেন্সেস রিসোর্টে। জানা যায়, ৭০০ বছরের পুরনো এ কেল্লায় ক্যাট-ভিকি হোটেলের যে স্যুটের ভাড়া নেন, তার প্রতিদিনের ভাড়া প্রায় সাত লাখ রুপি। এ ছাড়া অতিথিদের জন্য ভাড়া নেওয়া হয় ১৫টি স্যুট। যেগুলোর প্রতিটির ভাড়া প্রতি রাত চার লাখ রুপি। শুধু সাজসজ্জায় নয়; ক্যাটরিনা-ভিকির বিয়েতে ছিল এলাহি খাওয়া-দাওয়ার ব্যবস্থাও। দেশ-বিদেশ থেকে আনা হয়েছিল খাবারের নানা সরঞ্জাম। ভিকি কৌশল যেহেতু পাঞ্জাবি, সে কারণে মেন্যুতে বিশেষ নজর দেওয়া হয় পাঞ্জাবি স্পেশাল খাবারে। অন্যদিকে ক্যাটরিনার আবদারে মেন্যুতে থাকছে নানা ধরনের আইসক্রিম ও মিষ্টি। এখানেই শেষ নয়, আনা হয় অস্ট্রেলিয়ান ফিঙ্গার লাইম, ছিল কাচোরি, দই বড়া, বিভিন্ন ধরনের চাট, পান, গোলগাপ্পা।
প্রিয়াংকা-নিক
বর্ণিল আয়োজনে বিয়ে করেছিলেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। ভারতের যোধপুরের উমাইদ ভবন প্রাসাদে পরিবারের সদস্য এবং বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয় নিক-প্রিয়াংকার। জানা যায়, বিয়ের জন্য এই প্যালেস এক সপ্তাহের জন্য ভাড়া করেছিলেন প্রিয়াংকা-নিক। প্রাসাদে প্রতিদিন প্রায় ৬৪.৪০ লাখ টাকা ভাড়া গুনতে হয়েছিল তাদের। এই প্যালেসে টানা পাঁচ দিন ধরে চলে বিয়ের নানা অনুষ্ঠান। এ সময় দুই পরিবারের সদস্যদের পাশাপাশি প্রিয়াংকা ও নিক জোনাসের বন্ধুবান্ধব এবং সহকর্মীরা মিলে ২০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিল।
দীপিকা-রণবীর
বলিউড তারকা জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ে ছিল বহুল আলোচিত বিয়েগুলোর একটি। রাজকীয় সাজে মহাধুমধাম করে ইতালির বিলাসবহুল লেক কোমোতে অনুষ্ঠিত হয় তাদের বিয়ে। জানা যায়, এই রিসোর্টের ভাড়া ছিল ২ কোটি রুপি। এখানে এক সপ্তাহ ধরে চলে বিয়ের আয়োজন। এ ছাড়া ভারতের অনুষ্ঠানে খরচ হয় প্রায় ৭৭ কোটি রুপি। এর বাইরে ছিল বিয়ের খাবার, পোশাক, নিরাপত্তা-সংক্রান্ত নানা খরচ। দীপিকা-রণবীরের বিয়েতে বিভিন্ন ধরনের খাবারের তালিকায় ছিল চাইনিজ রেসিপি, নানা রকমের ভারতীয় রেসিপি ও মুখরোচক সব ডেজার্ট। ভারতীয় রেসিপির মধ্যে ছিল ভাত ও দোসাসহ বিভিন্ন খাবার। সেই সঙ্গে ছিল সুইজারল্যান্ডের বাবুচির্র তৈরি বিয়ের কেক।
আনুশকা-বিরাট
রাজকীয় বিয়ের তালিকায় আরও আছে বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ের আয়োজন। এ জুটির বিয়ের আসর বসেছিল ইতালির প্রায় ৮০০ বছরের পুরনো শহর বোর্গো ফিনোসিয়েটোতে। তাদের বিয়েতে ইতালি ও ভারতের যেসব অনুষ্ঠান হয়েছিল,তাতে খরচ হয়েছিল ১০০ কোটি রুপিরও বেশি। শুধু বিয়ের আয়োজনই নয়;জানা যায় আনুশকার ওয়েডিং রিংয়েই নাকি খরচ হয়েছিল ১ কোটি রুপি। এ ছাড়া যে ভিলায় বিরুশকার বিয়ে হয়েছিল, তাতে প্রতিদিন ৬ লাখ ৫০ হাজার থেকে ১৪ লাখ টাকা খরচ গুনতে হয়েছিল এ জুটিকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।