বলিউডের যে তারকারা নিজের বাবাকে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে দেখেছেন

বলিউডের যে তারকারা

বিনোদন ডেস্ক : বলিউডের ইতিহাস ঘাটলে এমন কয়েকজন অভিনেতার পরিচয় মেলে যারা একাধিক বার বিয়ে করেছেন। এমনকী তাদের আগে থেকে স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও। তাই এমন কয়েকজন স্টার কিডস রয়েছেন যারা তাদের বাবাকে বিয়ের পিড়িতে বসতে দেখেছেন। এবং আনন্দের সঙ্গে সেই বিয়েতে কেউ তো ছবি তুলেছেন, আবার কেউ কেউ নেচে কুঁদে একসার। যার দরুন তারা চর্চায় কেন্দ্রেও ছিলেন। তারা কারা?

বলিউডের যে তারকারা

সানি দেওল (Sunny Deol): বাবা ধর্মেন্দ্র তখন ইন্ডাস্ট্রির সুপারস্টার। সানির মা, প্রকাশ কৌরকে ডিভোর্স দিয়ে তখন ড্রিম গার্ল হেমা মালিনীকে বিয়ে করেন তিনি। ফলেই অভিমানে, ক্ষোভে সম্পর্ক বাঁক নেয় অন্যদিকে। হেমাকে নাকি বার বার সতর্ক করতেও গিয়েছিলেন সানি। তবে পরে তাদের বিবাহ হলে সেখানে সানি উপস্থিত ছিলেন না।

সারা আলি খান (Sara Ali Khan): ২০১২ সালে বাবা সইফ আলি খানের সঙ্গে বিয়ে হয় করিনা কাপুরের। সেই বিয়েতে রীতিমত সেজেগুজে হাজির হয়েছিলেন সারা। পরনে ছিল হলুদ লেহেঙ্গা, নবাবী সাজে নজর কেড়েছিলেন সকলের। বাবার বিয়েতেও যে মজা করা সম্ভব, সারাকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারত না। সেই বিয়েতে সইফ এর প্রাক্তন অমৃতা না গেলেও ছেলে এবং মেয়ে দুজনেই ছিলেন।

অর্জুন কাপুর (Arjun Kapoor): অভিনেতার বাবা বনি কাপুর তাঁর প্রথম স্ত্রী মোনা কাপুরকে ডিভোর্স দিয়ে দ্বিতীয়বার বিয়ে করেন সুপারস্টার শ্রীদেবীর সঙ্গে। অর্জুন তার বাবার এই বিয়ে নিয়ে মোটেও খুসি ছিলেন না। উল্টে, প্রায় বহুবছর তাঁর সঙ্গে সম্পর্ক ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে সেই সম্পর্ক আজ অনেকটাই তাজা।

পূজা ভাট (Pooja Bhatt): মহেশ ভাটের প্রাক্তন স্ত্রী কিরণ ভাটের সঙ্গে বিচ্ছেদের আগেই আলিয়ার মা সোনি রাজদানের সঙ্গে তাঁর সম্পর্কে জড়ান এবং তারপর বিয়ে। পূজা উপস্থিতেই তার বাবার বিয়ে সম্পন্ন হয়। বলাই বাহুল্য, এখনও তাঁদের সম্পর্ক বেশ ভাল।

পানির দামে লাক্সারি আমেজ, কিলার ডিজাইনের সঙ্গে ভালো মাইলেজ দিচ্ছে এই বাইক

শাহিদ কাপুর (Shahid Kapoor): অভিনেতা পঙ্কজ এবং নীলিমার সন্তান। কিন্তু তাদের সেই বিয়ে বেশিদিন টেকেনি। তার বাবা বিচ্ছেদের পরবর্তীতে সুপ্রিয়া পাঠককে বিয়ে করেন পঙ্কজ। শুধু তাই নয়, এই বিয়েতেই হাজির ছিলেন শাহিদ নিজেও। সৎ মা সুপ্রিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভাল।