তাশরিফের মহানুভবতায় নতুন রিকশা পেলেন সেই প্রতিবন্ধী

তাশরিফের মহানুভবতায়

বিনোদন ডেস্ক : মসজিদের সামনে অটোরিকশা রেখে আসরের নামাজে গিয়েছিলেন শারীরিক প্রতিবন্ধী আব্দুর রশিদ। কিন্তু নামাজ শেষে বাইরে এসে দেখেন তার আয়ের অবলম্বন রিকশাটি নেই। যখন বুঝতে পারলেন তার সম্পদটি হারিয়ে গেছে। তখন ডুকরে কাঁদতে কাঁদতে হাউমাউ করে কাঁদেন আব্দুর রশিদ। আর এই দৃশ্য দেখে এগিয়ে এসেছেন সঙ্গীত শিল্পী তাশরিফ খান।

তাশরিফের মহানুভবতায়

তাশরিফ খানের সৌজন্যে নতুন অটো রিকশা পেয়েছেন শারীরিক প্রতিবন্ধী আব্দুর রশিদ। শনিবার (২৫ মার্চ) রাতে অটোরিকশাটি আব্দুর রশিদের হাতে তুলে দিয়েছেন তাসরিফ। এর আগের দিন তাসরিফ দেখা করেছিলেন।

শনিবার সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুকে তাশরিফ লেখেন, ‘গত পরশু নামাজ পড়া অবস্থায় রশিদ ভাই এর অটো চুরি হয়েছিল। গতকাল মধ্যরাতে নিউজটা দেখে প্রচন্ড খারাপ লাগছিল। ঘুম থেকে উঠে চলে এসেছি উনার কাছে। চেষ্টা করে দেখি উনার জন্য কি করতে পারি। যাই করি আপনাদের জানাবো।’

এরপর রাত সাড়ে ১০টার দিকে তাশরিফ আরও লেখেন, ‘মসজিদে নামাজে থাকা অবস্থায় অসহায় রশিদ ভাইয়ের উপার্জনের একমাত্র সম্বল অটোরিকশাটা চুরি হয়ে গিয়েছিল। আমি আমার সাধ্যমতো উনাকে একটা অটোরিকশা কিনে দিয়েছি আলহামদুলিল্লাহ।’

গরম পানিতে ধুয়ে খেজুর খাওয়ার পরামর্শ সৌদি আরবের

অটোরিকশা পেয়ে বেশ খুশি হয়েছেন প্রতিবন্ধী আব্দুর রশিদ। কেননা ওই অটোরিকশায় তার আয়ের একমাত্র অবলম্বন।