তাসকিনের যে কীর্তি গত ১০ বছরে কেউ গড়তে পারেনি!

স্পোর্টস ডেস্ক: দেশ থেকে দক্ষিণ আফ্রিকার বিমানে ওঠার আগে ম্যাচ জেতানোর নায়ক হতে চেয়েছিলেন তাসকিন। হয়ে গেছেন ওয়ানডে সিরিজ জয়ের নায়কও। গতকাল শেষ ম্যাচের সেরা আর সিরিজ সেরার পুরস্কার উঠেছে তার হাতে। সেইসঙ্গে এমন এক কীর্তি গড়েছেন তাসকিন, যেটা গত ১০ বছরে দক্ষিণ আফ্রিকার মাটিতে সফরকারী দলের কোনো পেসার করে দেখাতে পারেনি।

আফ্রিকার গতিময় ও বাউন্সি উইকেটে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন। তৃতীয় ওয়ানডেতে ৩৫ রানে পাঁচ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন প্রোটিয়া ব্যাটিং লাইনআপ। এই নিয়ে ১০ বছরেরও বেশি সময় পর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে ৫ উইকেটের স্বাদ পেলেন কোনো সফরকারী পেসার। সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন লঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা।

২০১২ সালের জানুয়ারিতে পার্লে ৫৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন লঙ্কান পেস গ্রেট। বাংলাদেশের হয়ে পেস-স্পিন মিলিয়ে দক্ষিণ আফ্রিকায় ৫ উইকেট শিকারি প্রথম বোলার তাসকিন। এতদিন মেহেদী হাসান মিরাজের ৬১ রানে ৪ উইকেট ছিল সেরা বোলিং ফিগার। পেসারদের মধ্যে ২০১৭ সালে পার্লে রুবেল হোসেন ৬২ রানে ৪ উইকেট ছিল সর্বোচ্চ।

দেশের বাইরে এই নিয়ে মাত্র ৪র্থবার পাঁচ উইকেট পেলেন বাংলাদেশের কোনো পেসার। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। এর ৮ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ রানে ৫ উইকেট নেন জিয়াউর রহমান। তাসকিনের আগে সর্বশেষ ৫ উইকেট নিয়েছেন আবু জায়েদ, ২০১৯ সালে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে।

‘ম্যাচ ও সিরিজসেরা পুরস্কারই তাসকিনের আইপিএলের চেয়েও বড়’