স্পোর্টস ডেস্ক : জিম আফ্রো টি-টেন লিগ খেলতে জিম্বাবুয়েতে গেছেন তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম। ৫ দলের এই টুর্নামেন্টে মুশফিক খেলবেন জোবার্গ লায়নস দলের হয়ে। আর তাসকিনের দল বুলাওয়ে ব্রেভস।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তাসকিনের দলের বিপক্ষে লড়বে ইরফান পাঠানের দল হারারে হারিকেন্স। হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ বৃহস্পতিবার রাত ১১টায় মাঠে নামবে দুই দল।
তাসকিনের সঙ্গে একই দলে খেলবেন জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা। জিম্বাবুয়ে পৌঁছানোর পর তাসকিনকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন রাজা।
সেখানে ক্যাপশন, ‘আপনারা যারা খুঁজছিলেন তাসকিন কোথায়, এই যে সে। আলহামদুলিল্লাহ।’ পোস্টের শেষে তাসকিনকে নিয়ে বাংলা ভাষায় রাজা বলেন, ‘আমার বন্ধু তাসকিন।’
যমজ সন্তানের জন্ম, পুত্র হারানোর কঠিন সময়ের বর্ণনা দিলেন সেলিনা জেটলি
আজ থেকে শুরু হতে যাওয়া ৫ দলের এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২৯ জুলাই। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের রাজধানীর মাঠ হারারে স্পোর্টস ক্লাবে। আজকে উদ্বোধনী ম্যাচের আগে জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।