স্পোর্টস ডেস্ক : চেন্নাই টেস্টে বোলাররা সফল হলেও ব্যাটারদের ব্যর্থতা দেখা গেছে। ভারতের ৩৭৬ রানের জবাবে নেমে ১৪৯ রানেই থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। ব্যাটারদের এমন পারফরম্যান্সে হতাশার কথাই শোনালেন তাসকিন আহমেদ।
দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন টাইগার পেসার। ব্যাটিংয়ে এমন ব্যর্থতা পোড়াচ্ছে তাসকিন আহমেদকে। তার মতে, পেসাররা সুবিধা পেলেও আরও ভালো করার সুযোগ ছিল বাংলাদেশ ব্যাটারদের।
বলেছেন, ‘উইকেটে পেসাররা সুবিধা পাচ্ছিল। এরপরও ব্যাট হাতে আরও ভালো করার সুযোগ ছিল। ব্যাটিং নিয়ে আমরা অবশ্যই হতাশ। আরও ভালো করা যেত।’
ইনিংসের শুরুতে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। তাসকিনও এমনটা মনে করছেন। বলেছেন, ‘তারা (ভারতীয় বোলাররা) লাইন-লেন্থের দিক থেকে বেশি ধারাবাহিক ছিল। নতুন বলে কিছু ভুলও করেছি। এই কন্ডিশনে প্রথম ১০-১২ ওভারে অনেক চ্যালেঞ্জ থাকে। আমরা বেশি উইকেটও হারিয়ে ফেলেছি যেটা ব্যাটিং কঠিন করে তুলেছে।’
ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করলেও বোলারদের প্রশংসা করেছেন টাইগার তারকা। বলেছেন, ‘গতকালও আমরা ভালো শুরু করেছিলাম। অশ্বিন ও জাদেজা ভালো খেলেছে, তখন আমরা বোলিংও ভালো করিনি। আজ সকালেও ভালো সেশন কাটিয়েছি। ৩৭ রানে ওদের বাকি ৪ উইকেট নিয়েছি। সব মিলিয়ে বোলিং ভালো করেছি, তবে আরও ভালো করা যেত। গতকাল আজকের চেয়ে উইকেটে বেশি সহায়তা ছিল। বোলিং ভালোই করেছি, তবে ব্যাটিং নিয়ে খুবই হতাশ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।