আইপিএলে খেলতে না পেরে আফসোস তাসকিনের

তাসকিন আহমেদ

স্পোর্টস ডেস্ক : আইপিএলে খেলার প্রস্তাব পেসার তাসকিন আহমেদের জন্য নতুন নয়। অতীতে নানা সময়ে ডাক পেলেও বোর্ডের অনাপত্তিপত্র না পাওয়ায় খেলা হয়নি তার। এবারও তাসকিনকে দলে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। বোর্ডের অনুমতি না মেলায় খেলা হচ্ছে না তার। বোর্ডের সিদ্ধান্তে আপত্তি না থাকলেও আইপিএলের মতো লিগে খেলতে না পারায় খানিকটা আফসোস আছে তাসকিনের।

তাসকিন আহমেদ

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোলিং অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসকিন।

আইপিএলের প্রসঙ্গ উঠতেই কিছুটা অভিমানী সুরে বললেন, ‘এ নিয়ে তিনবার সুযোগ এলো (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছা সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই অফার আসে।’

তিনি আরও বলেন, ‘বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে।’

সর্বশেষ ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপেও চোট পেয়েছিলেন। সেই চোট কাটিয়ে না উঠতে পারায় ছিলেন না সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজে। বর্তমানে সম্পূর্ণ সুস্থ তিনি। মিরপুরে নিয়মিত বোলিংও করছেন। তাসকিনের আশা, আসন্ন বিপিএল দিয়েই ফিরতে পারবেন মাঠে।

বায়ুদূষণের শীর্ষে কলকাতা, জেনে নিন ঢাকার অবস্থান

তাসকিন জানান, ‘আগের চেয়ে আল্লাহর রহমতে ভালো আছি, অনেক ভালো। বিপিএলটাই টার্গেট, বিপিএল দিয়ে আবার শুরু করা। বিপিএল আসতে এখনো প্রায় দুই সপ্তাহের বেশি বাকি। ইচ্ছা আছে নতুন বছরের শুরুটা ভালো করার।’