স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের জেদ্দার আবাদি আল-জোহর অ্যারেনায় আইপিএল মেগা নিলামের ঝলমলে দিনে হতাশায় কেটেছে বাংলাদেশি ক্রিকেটারদের। এবারের আসরেই সর্বোচ্চ সংখ্যক তথা ১২ বাংলাদেশি ছিলেন দলপ্রত্যাশী। শেষ পর্যন্ত দল পাননি একজনও। মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনদের নিলামে তোলা হলেও তাসকিনদের ডাকাই হয়নি।
মধ্যপ্রাচ্যের দেশটিতে যখন আইপিএলের জমজমাট নিলাম চলছিল, তখন হাজার হাজার মাইল দূরের ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বল হাতে ইতিহাস লিখছিলেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের বলতে গেলে একাই ধসিয়ে দিলেন টাইগার এ পেসার।
৬/৬৪—তাসকিনের ক্যারিয়ারসেরা বোলিংয়ে মাত্র ১৫২ রানে শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ফাইফারের কীর্তি স্পর্শ করলেন তাসকিন। টেস্টে ৬ উইকেট নেওয়া বাংলাদেশের পঞ্চম পেসার তিনি।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১৮১ রানের লিডসহ বাংলাদেশের সামনে লক্ষ্য এখন ৩৩৪ রানের। অবশ্য বড় রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে বাংলাদেশ। দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই দুই উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের দরকার আর ৮ উইকেট। বাংলাদেশের প্রয়োজন আরও ৩২৬ রান!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।