বিনোদন ডেস্ক : সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ঢালিউড অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেছেন, আমরা ভাগ্যবান। আরও একটি নতুন বছর পেয়েছি। তবে দিনটি সবার জন্যই যেন আনন্দের হয়, সেই কামনাই থাকবে।
তিনি আরও বলেন, আমার আনন্দ যেন কারও বিপদের কারণ না হয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
সফলতার সঙ্গে আরও একটি বছর পার করলেন অভিনেত্রী ফারিণ। ক্যারিয়ারের সেরা সময়ে বছর শেষ করে নতুন বছরে পা দিলেন তিনি। সেই সঙ্গে দর্শকদের সুখবরও দিয়েছেন অভিনেত্রী।
চলতি বছর তাসনিয়া ফারিণ বেশ কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করবেন বলে গণমাধ্যমে জানিয়েছেন। তার মধ্যে রয়েছে নতুন একটি সিনেমা ও নতুন একটি গান, যা নিয়ে এ অভিনেত্রী বলেন, আমি কখনো প্ল্যান করে কোনো কিছু করি না। যেটা ভালো লাগে, সেটা নিয়েই কাজ করার চেষ্টা করি। সেই ভালো লাগা থেকে আমার দর্শকদের জন্য নতুন একটি গান আসছে এটি নিশ্চিত।
তিনি বলেন, আর নতুন একটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা চলছে। সেটিও একপ্রকার নিশ্চিত। এ দুটি কাজের বিষয়েই দ্রুত আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। আপাতত এটুকুই বলার অনুমতি আছে বলে জানান তাসনিয়া ফারিণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।