বিনোদন ডেস্ক : অভিনেত্রী তাসনিয়া ফারিণ।ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী একদিকে নিজের অভিনয় দক্ষতা আর অন্যদিকে মিষ্টি গানপর গলায় ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। কেবল অভিনয় কিংবা গান নয়, নাচেও রয়েছে তার বেশ দক্ষতা।সম্প্রতি কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) বিশেষ সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে নেচে মঞ্চ মাতিয়েছেন ফারিণ।
রাজধানীর একটি হোটেলে গত শনিবার (২৮ ডিসেম্বর) এই অনুষ্ঠানের আয়োজন করে সিজেএফবি।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।
অনুষ্ঠান মঞ্চে ফারিণের নাচের সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।ভিডিওতে দেখা যায়, পরনে কালো জিন্স পায়ে হাই হিলে গানের তালে মঞ্চ মাতাচ্ছেন তাসনিয়া ফারিণ।
তবে ফারিণের নাচ দেখে বেশ কটাক্ষ করেছেন অনেক নেটিজেন। একজন ভিডিওর কমেন্ট বক্সে লিখেছেন, ‘নায়িকারা যত জনপ্রিয় হয়ে ওঠে তত তাদের ধীরে ধীরে পোশাকটা ছোট হতে থাকে।’
আরেকজন লেখেন, ‘তার জনপ্রিয়তা নষ্ট করল সে নিজে।’
আরেকজন নেটিজেন লেখেন, ‘কাপড় আস্তে আস্তে আরও ছোট হয়ে যাবে। ব্যাপার না। সস্তা জনপ্রিয়তা অর্জন করতে হবে।’
২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় পা রাখেন তাসনিয়া। মায়ের ইচ্ছাতে অভিনয় শুরু তার।২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সঙ্গে কাজ করেন। একই বছর ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় ফারিণকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।