বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ গানের জগতেও বেশ পরিচিত হয়ে উঠেছেন। এর আগে সঙ্গীতশিল্পী তাহসানের সঙ্গে গান গেয়ে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। এবার ইংরেজি গান গেয়ে আবারও প্রশংসায় ভাসলেন ফারিণ।
ফেসবুকে সবসময় সরব থাকেন তাসনিয়া ফারিণ। ছোট ছোট গানের ভিডিও প্রকাশ করে কখনও কখনও সমালোচনার শিকারও হয়েছেন ফারিণ। এবার কটাক্ষ নয় প্রশংসায় ভাসালেন অনুসারীরা।
মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের ‘পপুলার’ গান গেয়ে ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিওক্লিপ প্রকাশ করেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে।
যেখানে ‘পপুলার’ গানটি পুরোটাই গাইতে দেখা যায় তাকে। এর আগেও ইংরেজিতে গান গেয়েছেন অভিনেত্রী।
তাসনিয়ার কণ্ঠে ইংরেজি গান ভক্তরাও বেশ পছন্দ করেছেন। অনেকেই তাকে প্রশংসায় ভাসিয়েছেন। একইসঙ্গে তার মেধা ও কণ্ঠের জন্য বাহবা দিয়েছেন।
কেউ কেউ বলেছেন, অভিনয়-গান দুটোই সমানতালে চালিয়ে নিতে পারেন তাসনিয়া ফারিণ। কারো মতে, অভিনয়ের পাশাপাশি চাইলে গানও মুক্তি দিতে পারেন অভিনেত্রী।
অভিনয় আর গান ছাড়াও নাচে দক্ষতা রয়েছে ফারিণের। তবে গানটা নিয়মিত রাখতে চান তিনি। এভাবেই সব অঙ্গনে নিজের দ্যুতি ছড়াতে চান এই অভিনেত্রী।
OnePlus Ace 5: 365MP ক্যামেরা ও 7500mAh ব্যাটারির সেরা স্মার্টফোন
ছোট পর্দা থেকে শুরু করেন ফারিণ। তবে অভিনয় গুণে সব জগতেই বিচরণ ঘটেছে এই অভিনেত্রীর। এখন নাচ আর গান নিয়েও ভাবনা আছে তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।