ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (০৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা জানিয়েছেন, তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন।
দু’জনের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানান তাসনিম জারা। তিনি বলেন, একজন স্বাক্ষরকারী জানতেন তিনি ঢাকা-৯ আসনের ভোটার, তবে তিনি যে এ আসনের ভোটার নন-তা জানার কোনো সুযোগ ছিল না।
তিনি আরও বলেন, অপর একজনের ক্ষেত্রে যে জাতীয় পরিচয়পত্রের কপি জমা দেওয়া হয়েছে, তাতে তিনি ঢাকা-৯ আসনের ভোটার হিসেবে উল্লেখ রয়েছেন। তবে নির্বাচন কমিশনের তথ্যমতে তিনি এই আসনের ভোটার নন।
স্বাক্ষরকারীদের অজ্ঞতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে তাসনিম জারা বলেন, দুজনই ধারণা করেছিলেন তারা ঢাকা-৯ আসনের ভোটার এবং সে অনুযায়ী স্বাক্ষর দিয়েছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ভোটাররা কোন আসনের অন্তর্ভুক্ত- তা জানার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা রাখা হয়নি।
গত ২৭ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তাসনিম জারা। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


