আন্তর্জাতিক ডেস্ক : সময়টা ভালই কাটছে গৌতম আদানির। একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। এবারে পাওয়া শেষ পরিসংখ্যান অনুযায়ী আদানি এখন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি। রীতিমত ইলন মাস্কের ঘাড়ে নিশ্বাস ফেলছেন গৌতম আদানি। এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে এই কৃতিত্বের অধিকরী হয়েছেন আদানি গ্রুপের মালিক গৌতম আদানি।
শুধু যে আদানি রেকর্ড গড়েছেন তাই না, তার কোম্পানি আদানি গ্রুপও দেশের সবচেয়ে মূল্যবান ব্যবসায়িক কোম্পানিতে পরিণত হয়েছে। বর্তমানে আদানি গ্রুপ এর সম্পদ পৌঁছেছে ২০.৭৪ লক্ষ কোটি টাকা ২৬০ বিলিয়ন ডলারে। কিছুদিন আগে মুকেশ আম্বানিকে হারিয়ে তিনি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছিলেন। আর এবার আদানি গ্রুপ টাটা গ্রুপের ১৫৪ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।
আজ ১৫৪ বছর ধরে ভারতের সবচেয়ে বড় কোম্পানি ছিল টাটা গ্রুপ। কিন্তু এখন সেই তকমা রয়েছে আদানি গ্রুপের কাছে। বর্তমানে টাটা গ্রুপের মোট মার্কেট ক্যাপ রয়েছে ২০.৭ লক্ষ কোটি টাকায়, আর রিলায়েন্স রয়েছে মাত্র ১৭.১ লক্ষ কোটি টাকাতে। এত কম সময়ে যেভাবে আদানি গ্রুপের উত্থান হয়েছে তা অবাক হওয়ার মতো। মাত্র তিন বছরের মধ্যেই আদানি গ্রুপ ২৩৪ বিলিয়ন ডলার যোগ করেছে। কিন্তু এই কোম্পানির শুরুর গল্প জানেন কী?
আদানি এন্টারপ্রাইজের পথচলা শুরু হয় ১৯৮৮ সালে। তখন আদানি গ্রুপ ব্যবসা ট্রেডিং, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ উৎপাদন, সিমেন্ট, রিয়েল এস্টেট সহ একাধিক ক্ষেত্রে প্রবেশ করে। তখন এর নাম ছিল আদানি এক্সপোর্টস। আদানি নিজের ব্যবসাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য গুজরাটে মুন্দ্রা পোর্টের স্থাপনা করেন। সেখান থেকে পথচলা শুরু করে আজ বিভিন্ন ক্ষেত্রে প্রবেশ করেছেন গৌতম আদানি।
আদানি গ্রুপ গ্রিনফিল্ড প্রকল্প, অধিগ্রহণ এবং যৌথ উদ্যোগের মাধ্যমে নিজেদের ব্যবসা সম্প্রসারিত করেছে। শুধু তাই না, আদানি গ্রূপ থার্মাল ও রিনুয়েবল পাওয়ার জেনারেশন প্রজেক্টও স্থাপন করেছে। একই সময়ে বেশ কয়েকটি বন্দর অধিগ্রহণ করার পর সারা দেশে পাওয়ার ট্রান্সমিশন লাইন ছাড়াও দেশের বৃহত্তম দু’টি সিমেন্ট কোম্পানিকেও নিজেদের সাথে জুড়েছে আদানি গ্রূপ।
আদানি গ্রুপ শুধু ভারতেই নয়, অস্ট্রেলিয়াতেও বড়সড় ব্যবস্যা শুরু করেছে। অস্ট্রেলিয়াতে কয়লা খনির কার্যক্রম শুরু করার জন্য আদানি গ্রুপকে একাধিক বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল। তারপরই রিনুয়েবল এনার্জি সেক্টরে বিশেষ প্রতিশ্রুতি দেয়। আর মাত্র কয়েক বছরের সেই সেক্টরেও জাঁকিয়ে বসে আদানি গ্রুপ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।