Tata Curvv SUV গাড়ি থেকে যেসব ফিচার আশা করছে আগ্রহী ক্রেতারা

Tata Curvv SUV

ভারতে টাটা কোম্পানির গাড়ি যে কতটা জনপ্রিয় সেটার বলার অপেক্ষা রাখে না। তারা বর্তমানে প্রত্যাশার থেকে অনেক বেশি আয় করতে পারছে ‌‌।

Tata Curvv SUV

টাটা এর Nexon SUV গাড়িটি প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে। টাটা Nexon এবং Curvv SUV গাড়ি একই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে গঠিত হবে। এজন্য তাদের মধ্যে বেশি মিল রয়েছে।

প্রথমে মনে হচ্ছিল টাটা Nexon এবং Curvv SUV গাড়ি দুটি X1 প্ল্যাটফর্মে গঠিত হবে। একটি নিউজ রিপোর্টে বলা হয় যে Nexon গাড়ির জন্য অন্য প্ল্যাটফর্ম ঠিক করা হবে যেন X1 প্লাটফর্মে Curvv SUV গাড়ি বড় Wheelbase পায়।

Curvv গাড়ি যদি X1 প্লাটফর্ম এ তৈরি হতে পারে তাহলে বড় ব্যাটারি সহ নানা ফিচার যুক্ত করা সম্ভব হবে।

টাটা এর Curvv SUV গাড়িতে দুটি মোটর থাকতে যাচ্ছে। সবাই আশা করছে যে নেক্সন গাড়ির মতো Curvv এর জন্য টাটা নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেবে।

Curvv গাড়িটি X1 প্লাটফর্মে তৈরি করা হলে টাটার খরচ অনেক কমে যাবে। কেননা তাদের নতুন করে কোন প্লাটফর্ম ক্রয় করতে হবে না এবং এই অতিরিক্ত অর্থ দিয়ে নতুন ফিচার যুক্ত করা সম্ভব। পাশাপাশি ভালো দামে গাড়িটি মার্কেটে উন্মোচন করাও যাবে।

নেক্সন গাড়ির প্ল্যাটফর্ম অলরেডি টেস্ট করে দেখা হয়েছে। নেক্সন গাড়ি তার টেকসই ফিচারের জন্য পরিচিত। আশা করা হচ্ছে Curvv SUV গাড়িও অনেক টেকসই হবে।

টাটা এর নেক্সন SUV গাড়ি পাঁচ আসন বিশিষ্ট হলেও Curvv গাড়িটি ৪ আসন বিশিষ্ট হবে। তবে আশঙ্কার বিষয় হচ্ছে X1 প্লাটফর্ম বেশ পুরনো। বর্তমানে নতুন ফিচার যুক্ত করা যায় এরকম অত্যাধুনিক প্ল্যাটফর্ম দরকার। আশা করা হচ্ছে টাটা এর Curvv SUV গাড়িটি  ২০২৪ সালের মার্চ মাসে মার্কেটে উন্মোচিত হবে। টাটা Curvv SUV এর দাম হতে পারে ২০ লাখ রুপি।